কলকাতা: তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তবে তাঁর জীবনযাত্রা দেখে তা বোঝার উপায় নেই। কোথায় যন্ত্রণাক্লিষ্ট মুখ, কোথায় রোগের কষ্ট.. তাঁর মুখে সবসময়েই লেগে থাকে মিষ্টি হাসিটা। তিনি হিনা খান (Hina Khan)। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল দেখলেই বোঝা যায়, সেখানে শুধুই বাঁচার গল্প, বেঁচে নেওয়ার গল্প। জীবনকে উপভোগ করে নেওয়ার গল্প। সোশ্যাল মিডিয়ায় নিজেই হিনা খান জানিয়েছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছে। হাসপাতাল থেকে ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় সদ্য আরও একটি নতুন ছবি শেয়ার করে নিলেন হিনা খান। কী রইল তাতে?
হিনা যে ছবিটি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাকে পিছন ফিরে হেঁটে যাচ্ছেন তিনি। তাঁর এক হাতে ড্রেনেজের ব্যাগ, অন্য হাতে তিনি ধরে রয়েছেন ক্যাথিডার। সঙ্গে তিনি লিখেছেন, 'আমি সুস্থ হওয়ার দিকে এক পা এক পা করে হেঁটে যাচ্ছি। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা...'। সোশ্যাল মিডিয়ায় হিনার এই ছবিতে প্রত্যেকেই প্রার্থনা করেছেন তাঁর জন্য। সবাই তাঁকে ভালবাসা জানিয়েছেন। প্রসঙ্গত, অসুস্থতা নিয়েও কখনও কোনও নেতিবাচক পোস্ট করেন না হিনা। তার পোস্টে সবসময়েই থাকে আশার কথা। তিনি সবসময়েই স্বপ্ন দেখেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন । ফের ফিরে যাবেন সাধারণ জীবনে।
তবে সত্যিই কি সাধারণ জীবনে নেই হিনা? তিনি চিকিৎসার পাশাপাশি বজায় রেখেছেন কাজও। সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছিলেন ছুটি কাটানোর ছবি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি দেখে অনেকেই বলেছেন, তাঁর এই বিরতি দরকার ছিল। এর আগে ব়্যাম্পেও হেঁটেছেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি। বধূবেশে হিনাকে দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। ক্যানসারের ক্ষত লুকিয়েই তিনি ব়্যাম্পে হেঁটেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কেবলই হিনার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা।
আরও পড়ুন: Pushpa 2 at Kolkata: কলকাতায় বসেই দেখবেন 'পুষ্পা ২'? এখানে টিকিটের দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।