কলকাতা: দেখতে দেখতে আইএসএল (Indian Super League) ২০২৪-২৫-এ দশ সপ্তাহ হয়ে গেল। এই দশ সপ্তাহে যেমন প্রচুর অঘটন ঘটেছে, তেমনই অনেকের আশাও পূরণ হয়েছে। অনেকেই হতাশও হয়েছেন। কলকাতার তিন প্রধানের সপ্তাহটা কেমন কাটল?
গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan) তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারলেও ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডান (Mohammedan) সমর্থকদের মুখের হাসি ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেনি। কখনও সাফল্য তো কখনও ব্যর্থতা, এমন ভাবেই দশ সপ্তাহ কাটিয়েছে সাদা-কালো বাহিনী। শুরুটা ভাল করলেও তা বজায় রাখতে পারেনি তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গল শুরু থেকেই ব্যর্থতার অন্ধকারে ঢাকা। সেই অন্ধকার থেকে ক্রমশ তারা আলোয় ফেরার চেষ্টা শুরু করেছে।
এখন শীর্ষস্থানে জোর লড়াই চলছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে। নবম সপ্তাহের পর বেঙ্গালুরু এফসি ছিল শীর্ষে। দশম সপ্তাহের পর ফের মোহনবাগান এক নম্বরে উঠে এসেছে।
সবুজ-মেরুনের সোনার সপ্তাহ
যুবভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার ম্যাচের ৮৬ মিনিটের মাথায় জেসন কামিংসের গোলে চলতি লিগের ষষ্ঠ জয় তুলে নেয় সবুজ-মেরুন বাহিনি। এই দুর্দান্ত জয় ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহনবাগানকে এক নম্বরে তুলে দেয়। বেঙ্গালুরুর ১০ ম্যাচে সংগ্রহ ২০।যে ফর্মে আছে মোহনবাগান। তা বেঙ্গালুরুকে চিন্তায় রাখছেই। যদিও বাগান কোচ হোসে মোলিনার মাথাতেও নতুন দুশ্চিন্তা ঢুকে পড়েছে। ম্যাচ সপ্তাহ ১১-য় নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তাঁর দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসুর অনুপস্থিতি। দু’জনেই চারটি করে হলুদ কার্ড দেখে ফেলায় এই ম্যাচে খেলতে পারবেন না। বিকল্প কী কৌশল মোলিনা নেবেন, সেই দিকেই তাকিয়ে সকলে।
লাল-হলুদের ঘুরে দাঁড়ানোর সপ্তাহ
এই সপ্তাহ ইস্টবেঙ্গলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই সপ্তাহেই প্রথম জয়ের মুখ দেখেছে তারা, তাও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। টানা চার ম্যাচে অপরাজিত থাকা নর্থইস্টকে ১-০ গোলে হারিয়ে মরশুমের প্রথম জয় অর্জন করে ইস্টবেঙ্গল। এই জয়ের পরেও অবশ্য ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সর্বশেষ স্থানেই রয়েছে ইস্টবেঙ্গল। তবে আগামী ম্যাচ সপ্তাহে যদি চেন্নাইয়িন এফসি-কে তাদের মাঠে হারিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল এবং মহমেডান যদি সেরা পাঁচে থাকা পাঞ্জাব এফসি-র কাছেও হেরে যায়, তা হলে এক ধাপ উঠে আসতে পারবে লাল-হলুদ বাহিনি। তবে কলকাতার দুই দলই হারলে কারও কোনও স্থান পরিবর্তন হবে না।
সাদা-কালো বাহিনির হতাশার সপ্তাহ
ইস্টবেঙ্গল জয়ে ফিরলেও মহমেডান স্পোর্টিং এখনও অন্ধকারে। সোমবার তাদের হারিয়েছে জামশেদপুর এফসি। টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকে মহমেডান এসসি। মহমেডানের আর ১২ নম্বর থেকে উঠে আসা সম্ভব হয়নি। শুরুতে আশা জাগিয়েও সেই ম্যাচে ব্যর্থ হয় আন্দ্রেই চেরনিশভের দল।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা
ইস্টবেঙ্গলে জয়ে ফিরে আসায় তাদের ওপর চাপ আরও বেড়ে গিয়েছে। ম্যচ সপ্তাহ ১১-য় তাদের আর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নয়াদিল্লিতে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। শুক্রবার সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে তাদের লিগ টেবলের একেবারে নীচে চলে যাওয়ার আশঙ্কা থাকবে। (সৌ: আইএসএল মিডিয়া)