কলকাতা: গোটা দেশে অল্লু অর্জুন (Allu Arjun) ঝড়। দেদার বিকোচ্ছে টিকিট। হাউসফুল হচ্ছে একের পর এক শো। কিন্তু কি অবস্থা কলকাতার? তিলোত্তমাতেও কিন্তু উন্মাদনা কম কিছু নয়। বুক মাই শো বলছে, ইতিমধ্যেই একাধিক শো 'সোল্ড আউট' বা বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। অধিকাংশ জায়গা থেকেই জানানো হচ্ছে শো-এর সিট প্রায় নেই বললেই চলে। কিন্তু কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের কতগুলো প্রেক্ষাগৃহে চলছে 'পুষ্পা ২' (Pushpa 2)? টিকিটের দামই বা কত? এক ঝলকে দেখে নেওয়া যাক কলকাতায় পুষ্পা ঝড়ের ছবিটা।
'বুক মাই শো' (Book My Show) অ্যাপ্লিকেশনটি জানাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকার ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে 'পুষ্পা ২'। এর মধ্যে রয়েছে সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স-ও। হিন্দি ও তেলুগু, এই দুই ভাষাতেই কলকাতায় বসে যে কোনও অনুরাগী দেখে নিতে পারেন এই ছবিটি। তবে তেলুগুর থেকে হিন্দি ছবির প্রেক্ষাগৃহের সংখ্যাই বেশি। আইম্যাক্স টু-ডি ও টু-ডি, এই দুই ভ্যারাইটিতে যে কেউ দেখে নিতে পারেন এই শো। যদি আপনি আইম্যাক্স টু-ডি-তে আজই শো- টি দেখতে যান, 'বুক মাই শো' বলছে টিকিটের সর্বাধিক দাম হতে পারে ৯২০ টাকা। যদি আপনি টু-ডি-তে এই ছবিটি দেখতে চান আজই, তাহলে সর্বাধিক টিকিটের দাম হতে পারে ১৭৮০ টাকা।
শুধু কলকাতায় নয়, একাধিক জায়গাতেই নতুন রেকর্ড করেছে 'পুষ্পা ২'-এর টিকিট। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই, সূত্রের পাওয়া খবর অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছে। এই অঙ্কটা যথেষ্ট বড়। আশা করা হচ্ছে, এই ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করবে। ৩ বছর আগে 'পুষ্পা'-র প্রথম ভাগটিও উল্লেখযোগ্য ব্যবসা করেছিল বক্স অফিসে। আশা করা হচ্ছে সেই রেকর্ড ভেঙে দেবে এই ছবি। ইতিমধ্যেই শুরুর হিসেব কষলে 'জওয়ান' ও 'কল্কি'-র মতো হিট ছবিকে ডিঙিয়ে গিয়েছে পুষ্পা। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড করেছে এই ছবি। হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম সেরা শুরু করেছে এই সিনেমা। কাজেই এই কথা সত্যি, যে ওটিটিতে এই ছবি দেখার জন্য দর্শকদের অনেকটাই অপেক্ষা করতে হবে। এখনই এই ছবি ওটিটিতে মুক্তি পাবে না।
তবে ইতিমধ্যেই জানা গিয়েছে, দেরিতে হলেও, এই ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে কবে এই ছবি দর্শক নেটফ্লিক্সে দেখতে পাবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, আরও কিছুটা সময় যাওয়ার পরে এই ছবি মুক্তির তারিখ ও সময় প্রকাশ করা হবে। আপাতত 'পুষ্পা-রাজ' দেখতে হলে প্রেক্ষাগৃহেই যেতে হবে।