কান চলচ্চিত্র উৎসবে পোশাক নকল করেছেন দীপিকা পাড়ুকোন?
এই পোশাকে দীপিকার বোল্ডনেস সবার নজর কেড়ে নিয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোমি কান উত্সবের প্রথম দিন এই পোশাক পরেছিলেন। অন্যদিকে, দীপিকা তৃতীয় দিনে এই পোশাক পরেছিলেন। ছবি- ইন্সটাগ্রাম
এর পরিপ্রেক্ষিতে বলা যায়, ডিজাইনার এক হওয়াতে দুজনের পোশাক একই রকম হয়ে গিয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
আলবার্টা ফেরেটির নিজের নামেই ব্র্যান্ড রয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
উল্লেখ্য, কান ২০১৮-তে রোমি ও দীপিকা- দুজনের পোশাকের ডিজাইন করেছিলেন ইতালির ড্রেস মেকার ও ফ্যাশন ডিজাইনার আলবার্টা ফেরেট্টি তৈরি করেছিল। ছবি- ইন্সটাগ্রাম
সবমিলিয়ে দীপিকার এই সামার লুকের কনসেপ্টকে সম্পূর্ণ নতুন বলা যায় না। ছবি- ইন্সটাগ্রাম
কিন্তু কান ২০১৮-তে ডাচ ফ্যাশন মডেল রোমি স্ট্রিজডকে একই ধরনের একটি রুপোলি রঙের গাউনে দেখা গিয়েছিল। ছবি- ইন্সটাগ্রাম
যদিও দুটি পোশাকের দৈর্ঘ্য ও অল্পবিস্তর ডিজাইনে ফারাক রয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
হ্যাঁ, ইন্টারন্যাশনাল এক রিয়েলিটি স্টার ২০১৬-র সেপ্টেম্বরে এ ধরনের পোশাক পরেই ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন। ছবি- ইন্সটাগ্রাম
কিন্তু এখন কোনও কোনও মহলে গুঞ্জন, দীপিকার ওই গোল্ডেন গাউনের ডিজাইন নকল করা হয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
গোল্ডেন শিমার গাউনে মোহময়ী লেগেছে দীপিকাকে। ওই লুকে তাঁর বোল্ডনেস ছিল দেখার মতো বিষয়। ছবি- ইন্সটাগ্রাম
কানে দ্বিতীয় দিন সোনালি রঙের গাউনে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবি- ইন্সটাগ্রাম
দীপিকার লুকের প্রশংসায় শুধু অনুরাগীরাই নন, সামিল হয়েছেন বলিউড তারকা রণবীর সিংহও। ছবি- ইন্সটাগ্রাম
শুধু কানই নয়, তাঁর হটনেসের চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও। ছবি- ইন্সটাগ্রাম
কান চলচ্চিত্র উত্সবের বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন পোশাকে উজ্জ্বল ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি- ইন্সটাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -