নয়াদিল্লি: চলছে ২০২৩ সালের 'কান চলচ্চিত্র উৎসব' (Cannes Film Festival)। ইতিমধ্যেই একাধিক বলিউড তারকা পৌঁছে গিয়েছেন সেখানে। এবার ভারতের প্রতিনিধিত্ব করে সেখানে পৌঁছলেন অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। ঝড় তুললেন রেড কার্পেটে (Red Carpet)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর প্রথম লুক।
কানসে সানির প্রথম লুক
হঠাৎ দেখলে সবুজ মৎসকন্যা মনে হতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কানসে প্রথম লুক শেয়ার করলেন অভিনেত্রী সানি লিওনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রদর্শনের জন্য ভারতের প্রতিনিধি হয়ে লাল গালিচায় হাঁটলেন সানি। আর প্রথম লুকের নজর কাড়লেন তিনি। তাঁর পোশাকে অটুট আত্মবিশ্বাসের ছটা।
ইনস্টাগ্রামে এদিন খান তিনেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ডিজাইনার মারিয়া কোখিয়ার তৈরি শ্যাওলা সবুজ রঙের 'ওয়ান শোল্ডার থাই হাই স্লিট' সাটিন ড্রেস পরেছিলেন তিনি। তাঁর শারীরিক গড়নে যে দুর্দান্ত মানিয়েছিল সে পোশাক, তা বলাই বাহুল্য। সঙ্গে দুই আঙুলে আংটি ও কানে স্টাড, পায়ে অ্যাঙ্কলেট। সঙ্গে খোলা চুল, হালকা অথচ ঝলমলে মেকআপ, যা কানসের গ্রীষ্মের জন্য একেবারে উপযুক্ত।
সানি লিওনির সিনেমা 'কেনেডি' (Kennedy) নির্বাচিত হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানীয় 'মিডনাইট স্ক্রিনিং'-এর (midnight screening) জন্য। এটিই একমাত্র ভারতীয় ছবি যা এই সম্মান পেল।
আরও পড়ুন: Skin Care Tips: গরমকালেও রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা? কীভাবে মুক্তি পাবেন, রইল কিছু সমাধান
'কেনেডি' একটি ক্রাইম ড্রামা ঘরানার ছবি যেখানে অভিনেত্রী সানি লিওনিকে চার্লির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চার্লি, দুই ভিন্ন দুনিয়ার মাঝে জর্জরিত। একদিকে এমন এক জগৎ যেখানে সে নিজে থাকতে চায়, অন্যদিকে, অপর এক জগৎ যেখানে সে ফেঁসে যায়। এটি অনুরাগ কাশ্যপের প্রথম পরিচালিত ছবি যা 'কান'-এ নির্বাচিত হয়েছে। এবং এই ছবির জন্য বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন সানি লিওনি।
অন্যদিকে দিন দুই আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক নন্দিতা দাশ। সেখানে বিগত কিছু বছরে 'কান' উৎসবে তোলা তাঁর নিজের কিছু ছবি দেখা যায়। ক্যাপশনে লিখলেন, 'দুঃখের ব্যাপার এই বছর কানস মিস করছি। কখনও কখনও মানুষ ভুলে যান যে এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়!'