নয়াদিল্লি: 'দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল' (The Cannes Film Festival) ফের হাজির হতে চলেছে তাদের নতুন আগামী সংস্করণ নিয়ে। বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব, আসছে তাদের ৭৭তম সংস্করণ নিয়ে। এবারের অনুষ্ঠান কবে কোথায় হবে? আগামী সপ্তাহে দক্ষিণ ফ্রান্সে শুরু হতে চলেছে 'কান চলচ্চিত্র উৎসব'। হলিউডের প্রথম সারির তারকারা, যাঁদের মধ্যে জর্জ লুকাস (George Lucas), মেরিল স্ট্রিপ (Meryl Streep), ডেমি মুর (Demi Moore) প্রমুখরা রয়েছেন, শোনা যাচ্ছে উপস্থিত থাকবেন রেড কার্পেট (Red Carpet)। ১৯৪৬ সালে আর্থিক সমস্যার জন্য ছাড়া, ১৯৩৯ সালে 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর (Venice Film Festival) বিকল্প হিসেবে শুরু হওয়া 'কান চলচ্চিত্র উৎসব' প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়েছে। 


'কান চলচ্চিত্র উৎসব ২০২৪' কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে?


১৯৩৯ সালে শুরু হয় 'কান', যা বিশ্বের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব। 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর বিকল্প হিসেবে এটি শুরু হয়। ১৯৪৬ সাল থেকে বার্ষিক অনুষ্ঠান হিসেবে এই চলচ্চিত্র উৎসব সংগঠিত হয়। তবে ১৯৪৮ ও ১৯৫০ সালে এই প্রথা ভাঙে, তহবিলে আর্থিক অনটনের কারণে ওই দুই বছর চলচ্চিত্র উৎসবটি হয়নি। 


এই বছর অনুষ্ঠিত হবে '৭৭তম কান চলচ্চিত্র উৎসব' ফরাসি রিভেরার উৎসবের কেন্দ্রস্থল Palais des Festivals et des Congres-এ অনুষ্ঠিত হবে। উৎসব শুরু হবে ১৪ মে থেকে। চলবে ২৫ মে পর্যন্ত। ৬ মে, সোমবার, ছবি প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর সূচি ঘোষণা করা হয়েছে। সমাপ্তি অনুষ্ঠান, যেখানে বছরের শ্রেষ্ঠ ছবিকে পুরস্কৃত করা হয়, ২৫ মে হবে সেটি। ফ্রান্সের 'ফ্রান্স ২' চ্যানেলে সবটাই এক্সক্লুসিভ ব্রডকাস্ট করা হবে। 


এই বছর ৪ বার অস্কারের জন্য মনোনীত গ্রেটা গেরউইগকে দেখা যাবে 'ফিচার ফিল্ম জুরি'র সভাপতি হিসেবে। আমেরিকা থেকে প্রথম মহিলা পরিচালক হিসেবে তাঁকে এই স্থানে পাওয়া যাবে যা নিঃসন্দেহে ইতিহাসের নজির। এছাড়া থাকবেন লিলি গ্ল্যাডস্টোন, এভা গ্রিন, নাদিন লাবাকি প্রমুখ। সেরা ছবির শিরোপার জন্য মনোনীত হয়েছে ২২টি সিনেমা। 


আরও পড়ুন: Adrit-Kaushambi Marriage: বৃষ্টির সন্ধেয় লাল বেনারসি আর পাঞ্জাবিতে সাত-পাক, নতুন জীবন শুরু করলেন আদৃত-কৌশাম্বি


'কান' উৎসবে এই বছর, তিনটি সম্মানীয় পালমস পুরস্কার দেওয়া হবে। তিনবারের অস্কার বিজয়ী মেরিল স্ট্রিপ, চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস এবং প্রশংসিত জাপানি অ্যানিমেশন স্টুডিও 'স্টুডিও ঘিবলি'কে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।