ঋত্বিক প্রধান ও কৃষ্ণেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর: বিজেপি-তৃণমূল হামলা পাল্টা হামলার অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারির (Suvendu Adhikari's Brother Contai BJP Candidate Soumendu Adhikari)রোড শোয়ে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের (TMC)। পাল্টা তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর ও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।  


শুভেন্দুর ভাইয়ের রোড শোয়ে বোমাবাজি


পূর্ব মেদিনীপুর ভগবানপুরের বিজেপি কর্মী বলেন, বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের হার্মাদরা এখানে বোমা ফেলেছে। বৃহস্পতিবার ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থেকে আড়গোয়াল পর্যন্ত রোড শো করছিলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।সেই সময় তাঁকে লক্ষ করে কালো পতাকা দেখানো হয়। শুভেন্দু অধিকারীর ভাইকে লক্ষ্য় করে দেওয়া হয় চোর স্লোগানও। সেখান থেকে রোড শো আরও দু'কিলোমিটার এগোতেই, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ বিজেপির।


'পুলিশের উপস্থিতিতে তৃণমূলের হার্মাদরা আমাদের মিছিলের ওপরে বোমা নিক্ষেপ করে'


কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি  সাধারণ সম্পাদক  চন্দ্রশেখর মণ্ডল বলেন,পুলিশের উপস্থিতিতে তৃণমূলের হার্মাদরা আড়গোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের মিছিলের ওপরে বোমা নিক্ষেপ করে। তৃণমূল কংগ্রেস প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মিথ্যে বলছে বিজেপি। হেরে যাবে জেনে নাটক করছে বিজেপি।পাল্টা আড়গোয়ালে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।তৃণমূলের দাবি, গুরুতর আহত হয়েছেন তাদের দুজন কর্মী। শুধু মারধরই নয় একাধিক তৃণমূল কর্মীর বাড়ি ও পটাশপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। 


আরও পড়ুন, রোড শোয়ে মেলেনি অনুমতি, আইসির কাপড় খুলে নেওয়ার হুমকি BJP প্রার্থী দিলীপের


কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মুখপাত্র  অপরেশ সাঁতরা বলেন, বিজেপির হার্মাদ বাহিনী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে, ঘরবাড়ি লুঠপাট থেকে দোকান লুঠপাট, শিশুর ওপর অত্যাচার, তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ, শেষ পর্যায়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে যেভাবে লুঠপাটের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। অভিযোগ অস্বীকার করে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, জন সমর্থন হারিয়ে নাটক করছে তৃণমূল। হামলার প্রতিবাদে খড়াই হেড়িয়া রাজ‍্য সড়ক অবরোধ করে তৃণমূল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।