কান (ফ্রান্স): ইরানের (Iran) দমনপীড়নের (oppresion) প্রতিবাদ (protest) এবার শোনা গেল বিশ্ববন্দিত কান চলচ্চিত্র উৎসবেও (Cannes Film Festival)। অবিলম্বে মুক্তি দিতে হবে ইরানি অভিনেত্রী তারানে আলিদুস্তিকে, ঐক্যবদ্ধ ভাবে দাবি উঠল উৎসব  মঞ্চ থেকে। গত সপ্তাহান্তে তারানে-কে গ্রেফতার করেছে ইরান প্রশাসন। দেশজুড়ে যে প্রতিবাদ চলছে, তা নিয়ে ভুয়ো তথ্য় ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। 


বার্তা উৎসব মঞ্চের...
চলচ্চিত্র উৎসবের তরফে অফিশিয়াল ট্যুইটার পেজে লেখা হয়, 'দেশের মুক্তির সমর্থনে তারানে আলিদুস্তি যে ভাবে মুখ খুলেছিলেন, তার জন্য গত ১৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছে। কান চলচ্চিত্র উৎসব এই গ্রেফতারির কড়া নিন্দা করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছে।' আসগার ফারহাদির অস্কারজয়ী 'দ্য সেলসম্যান' ছবিতে অভিনয় করে তামাম বিশ্বের নজর কেড়েছিলেন আলিদুস্তি। অভিযোগ, দেশজুড়ে চলা প্রতিবাদকে সমর্থন করার 'অপরাধে' যাঁর মৃত্যুদণ্ড প্রথম কার্যকর হয়েছিল, তাঁর সমর্থনে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই পোস্টের ঠিক এক সপ্তাহ পরে, গত শনিবার গ্রেফতার করা হয় তাঁকে। তার পর থেকে নানা মহলেই প্রতিবাদ চলছে। এবার সামিল কান চলচ্চিত্র উৎসব মঞ্চও। যদিও ইরানের তরফে দাবি করা হয়েছে, তারানে যে দাবি করেছিলেন তার সমর্থনে কোনও প্রমাণ পেশ করতে পারেননি। সেই জন্যই গ্রেফতার করা হয়। গত মাসে হেনগামেহ গাজিয়ানি এবং কাতাউন রিয়াহি নামে আরও দুজন বিখ্যাত অভিনেতাকে গ্রেফতার করেছিল ইরান প্রশাসন। প্রতিবাদীদের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তাঁরা। পরে মুক্তি দেওয়া হয় দুজনকেই।


প্রতিবাদের জোয়ার...
গত সেপ্টেম্বর থেকে প্রতিবাদের আগুন ঝলসে যাচ্ছে গোটা দেশ। তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই তোলপাড় দেশ। গত ১৬ সেপ্টেম্বর মরালিটি পুলিশের হেফাজতে মৃত্যু হয় ২২ বছরের মাহসার। পরিবারের অভিযোগ, বেধড়ক নির্যাতনেই প্রাণ হারিয়েছেন তিনি। যদিও প্রশাসন জানায়, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। মাথায় 'হিজাব' ঠিকঠাক ছিল না, এই অভিযোগে মাহসাকে তুলে নিয়ে যায় মরালিটি পুলিশ। তার পর ওই ঘটনার জেরে আগুন জ্বলে গিয়েছিল ইরানে যা এখনও নেভেনি। সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর দমনপীড়নে ও নারীস্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এনে পথে নামেন কাতারে কাতারে মানুষ। পাল্টা অত্যাচারের পথ ধরে প্রশাসনও। অভিযোগ, প্রতিবাদীদের পাশে দাঁড়ানোয় কোপের মুখে পড়তে হয় বিশিষ্টদেরও যার অন্যতম অভিনেত্রী তারানে আলিদুস্তি।  


আরও পড়ুন:বেলচা দিয়ে বেধড়ক মারধর, ছাত্রকে বারান্দা থেকে ছুড়ে খুনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে