২০০৪-এ নির্মিত ‘স্বদেশ’ ১২ বছরে পড়েছে। মুখ্যচরিত্রে থাকা শাহরুখ এ নিয়ে মেসেজ করেছেন টুইটারে। ছবির সব কলাকুশলীদের ধন্যবাদ দিয়েছেন তিনি।
সত্য ঘটনা থেকে প্রস্তুত ‘স্বদেশ’ একটি কন্নড় ছবির রিমেক। মূল ছবিটিতে লিড রোলে ছিলেন শিব রাজকুমার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -