মুম্বই: ‘স্বদেশ’-এর মত ছবি তৈরির জন্য এখনও পরিচালক আশুতোষ গোয়ারিকরকে ধন্যবাদ দেন শাহরুখ খান। তবে মনে করেন, ও ধরনের ছবি নির্মাণের জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয়।

২০০৪-এ নির্মিত ‘স্বদেশ’ ১২ বছরে পড়েছে। মুখ্যচরিত্রে থাকা শাহরুখ এ নিয়ে মেসেজ করেছেন টুইটারে। ছবির সব কলাকুশলীদের ধন্যবাদ দিয়েছেন তিনি।




সত্য ঘটনা থেকে প্রস্তুত ‘স্বদেশ’ একটি কন্নড় ছবির রিমেক। মূল ছবিটিতে লিড রোলে ছিলেন শিব রাজকুমার।