মুম্বই: ২৪ ঘণ্টাও কাটেনি, মুম্বই মেট্রোর ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ উঠল মুম্বই মেট্রো কনস্ট্রাকশনের বিরুদ্ধে। বুধবার জুহুর পিভিআর সিনেমায় নিজের আগামী ছবি ‘মেড ইন চায়না’-র ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছিলেন মৌনি রায়। যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। মৌনির গাড়ির ওপর মেট্রোর নির্মাণ সামগ্রী ভেঙে পড়ে। ভেঙে যায় গাড়ির ছাদ। আর এতেই মেট্রো কর্তৃপক্ষের ওপর রুষ্ট হন অভিনেত্রী।
অমিতাভ বচ্চনের ট্যুইট:
মৌনি রায়ের ট্যুইট:
গাড়ির ভাঙা ছাদের একটি ভিডিও তিনি ট্যুইটারে পোস্ট করেন এবং লেখেন, “নিজের গন্তব্যে যাওয়ার পথে জুহু সিগনালের কাছে ১১ তলা ওপর থেকে একটি চাঁই আমার গাড়ির ওপর ভেঙে পড়ে। যদি কোনও পথযাত্রী সেই রাস্তা দিয়ে যেতেন, তাহলে কী হত জানি না। কেউ বলতে পারেন মুম্বই মেট্রো কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য কী করণীয়?”
প্রসঙ্গত মেট্রো প্রকল্পের জন্য মুম্বইয়ের শহরতলিতে আড়াই হাজারের ওপরে গাছ কাটা হয়েছে। যার কড়া নিন্দা করেছেন পরিবেশপ্রেমীরা। সরব হয়েছেন শ্রদ্ধা কপূর, দিয়া মির্জা, রণদীপ হুডা, এশা গুপ্তার মতো বলিউড তারকারা।