সারা দেশে হিন্দিতে ‘না’ রজনীকান্তেরও, বললেন, মানবে না দক্ষিণের কোনও রাজ্যই
Web Desk, ABP Ananda | 18 Sep 2019 01:49 PM (IST)
বলেছেন, চাপিয়ে দেবেন না, বরং ভাষাকে ঐক্য গঠনে কাজে লাগান।
নয়াদিল্লি: কমল হাসান আগেই বিরোধিতা করেছেন। এবার অমিত শাহের হিন্দিকে সারা দেশের একমাত্র সংযোগ রক্ষাকারী ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে আপত্তি জানালেন রজনীকান্তও। দক্ষিণ ভারতের সুপারস্টার মিডিয়াকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘এক দেশ, এক ভাষা নীতি’ প্রস্তাবে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দক্ষিণ ভারতের কোনও রাজ্যই হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা মানবে না বলে জানিয়েছেন। বলেছেন, চাপিয়ে দেবেন না, বরং ভাষাকে ঐক্য গঠনে কাজে লাগান। হিন্দি চাপিয়ে দেওয়া অনুচিত। শুধু হিন্দি কেন, কোনও ভাষাই জবরদস্তি চাপিয়ে দেওয়া যায় না। সারা দেশে সংযোগ রক্ষার জন্য একটা ভাষা থাকলে তা দেশের ঐক্য, প্রগতির পক্ষে ভাল, কিন্তু তা বলে কোনও একটি ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা মেনে নেওয়া যায় না। প্রবীণ দক্ষিণী তারকা তথা কিছুদিন আগে রাজনীতিতে নামা কমল হাসান সোমবার একটি ভিডিও পোস্ট করে বলেছেন, দেশ যখন সাধারণতন্ত্র হয়ে ওঠে, তখনই ভারতবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সবাইকে অন্তর্ভুক্ত করে চলা ভারতবর্ষকে যেন দেশব্যাপী একটি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে একমাত্রিক না করা হয়। ভাষার প্রশ্নে ২০১৭-র জাল্লিকাট্টু সংক্রান্ত বিক্ষোভেরও চেয়ে বড় লড়াই হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।