কলকাতা: এবার আর্থিক প্রতারণায় নাম জড়াল বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা (Remo D'Souza) আর স্ত্রী লিজ়েল ডিসুজার। ১১ কোটি টাকার নয়ছয়ের কাণ্ডে নাম জড়িয়েছে এই তাঁদের। কেবল এই দুই ব্যক্তি নয়, আরও ৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, একটি নাচের দল রেমো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। ঠিক কী অভিযোগ এসেছে রেমো আর স্ত্রী লিজ়েল-এর বিরুদ্ধে? অভিযোগ, রেমো ও লিজ়েল একটি নাচের দলকে ১১.৯৬ কোটি টাকার প্রতারণা করেছেন। অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, বিনোদ রাউত ও রমেশ গুপ্ত। ওই নাচের দলের ২৬ বছরের এক নৃত্যশিল্পীর তরফে এই অভিযোগ দায়ের করা হয়।


ছোট পর্দার একটি নাচের প্রতিযোগিতার অনুষ্ঠানকে ঘিরে সমস্যার সূত্রপাত। ওই শো-তে জয়লাভ করেছিল অভিযোগকারী নাচের দল। পুরস্কার হিসেবে পেয়েছিল ১১ কোটির কিছু বেশি টাকা। কিন্তু রেমো ও তাঁর স্ত্রী লিজ়েল এমনই ভান করেন যেন ওই নাচের দল তাঁদেরই। আর এরপরে পুরস্কার স্বরূপ পাওয়া ১১.৯৬ কোটি টাকা নাকি তাঁরাই আত্মসাৎ করেছেন। আর এই অভিযোগ তুলেই ওই নাচের দলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। 


বলিউডে কোরিওগ্রাফার হিসেবে রেমো বেশ স্বনামধন্য। তিনি ওয়েব সিরিজ ও ছবিও পরিচালনা করেছেন। তাঁর পরিচালনায় আগামীতে মুক্তি পাবে ওয়েব সিরিজ় ‘বি হ্যাপি’ (Be Happy)। বিভিন্ন ছবিতে নৃত্য প্রশিক্ষণের পাশাপাশি ২০০৯ সাল থেকে বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে রেমোকে দেখা গিয়েছে। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানে বিচারকের আসনে তাঁর সঙ্গে দেখা যায় টেরেন্স লুইস ও গীতা কপূরকে। ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় তাঁর নাচ ও বিশ্লেষণ। ছোটপর্দায় বিচারকের আসন ছেড়ে কখন তিনি উঠে একটা নাচের স্টেপ দেখাবেন, তাঁর জন্য মুখিয়ে থাকেন তাঁর অনেক অনুরাগীই। তবে এখন তিনি এই পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পান সেটাই দেখার।


 






আরও পড়ুন: Kareena Kapoor Khan: সেফের সঙ্গে প্রেম করছেন, বাড়িতে জানাতে ভয় পেয়েছিলেন করিনা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।