কলকাতা: তাঁদের প্রেম শুরু হয়েছিল ছবির সেট থেকেই। একসঙ্গে আইটডোর শ্যুটিং করছিলেন তাঁরা। তবে সেই প্রেমের খবর বাড়িতে কীভাবে জানিয়েছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সেই কথা একটি টক শো-তে এসে সেই কথা বলেছেন করিশ্মা কপূর (Karishma Kapoor)। সেই সময়ে দেশের বাইরে ছিলেন করিশ্মা কপূর। করিনা ফোনে করিশ্মাকে জানিয়েছিলেন, তিনি প্রেমে পড়েছেন। 


করিনা কপূর ও সেফ আলি খান একসঙ্গে প্রথম কাজ করেছিলেন 'টসন' ছবিতে। সেই ছবি থেকেই তাঁদের প্রেমের শুরু। করিশ্মা বলছেন, 'আমি তখন লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিলাম। করিনা আমায় ফোন করে। করে প্রশ্ন করে, আমি কোথায় রয়েছি। আমি বললাম, রাস্তায় হাঁটছি। তখন বেবো (করিনা কপূর) আমায় বললে, আমার মনে হয় তোমার কোথাও একটু বসে আমার কথা শোনা উচিত। আমি অবাক হয়ে যাই। করিনা এমন কী কথা বলবে যা আমায় বসে শুনতে হবে? কিন্তু করিনার জোড়াজুড়িতে আমি একটা দোকানে ঢুকি, একটা সোফায় বসি। বসে আমি করিনাকে বলি, বলো এবার কী বলছো? করিনা তখন বলে, আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। সেফের সঙ্গে আমি প্রেম করছি। ডেটেও যাচ্ছি।' এই কথা শুনে সোফাটাই চেপে ধরেন করিশ্মা। সেফ করিশ্মার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁরা একে অপরকে খুব ভালভাবে চেনেন ও। কিন্তু করিনা যে সেফের সঙ্গে প্রেম করছে, তা তাঁর কল্পনারও অতীত ছিল। সেই কারণেই চমকে উঠেছিলেন করিশ্মা। 


অন্যদিকে, করিনা জানান, সেফ নাকি করিশ্মাকে হিংসা করে। কারণ করিনার সকাল শুরু হয় করিশ্মার সঙ্গে কথা বলে। সারা দিনে অন্তত একে অপরকে চার থেকে পাঁচবার ফোন করেন তাঁরা। রান্না থেেকে শুরু করে ছেলে মেয়ে, সংসার, সিনেমা সমস্ত বিষয়েই তাঁদের মতামত শেয়ার করতে হয় একে অপরের সঙ্গে। সেই কারণেই নাকি করিশ্মার ওপর হিংসা হয় সেফের। সেফ নাকি করিনাকে বলেন, 'আমার মনে হয় তুমি আমার সঙ্গে নয়, লোলো (করিশ্মা) -র সঙ্গে থাকছো'। এই কথা শুনে হেসে ফেলেন সবাই।


আরও পড়ুন: Abhishek-Aishwarya: প্রেম করেই বিয়ে, জানেন কি অভিষেকের থেকে বয়সে কতটা বড় ঐশ্বর্য্য?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।