কোটা: ‘রঈস’-এর প্রচারে এসে কোটা রেল স্টেশনে ‘সংঘর্ষ বাঁধানো’ এবং রেলের ‘সম্পত্তি নষ্ট’ করার জন্য বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল রাজস্থানে।


জানা গিয়েছে, স্টেশনের এক বিক্রেতার আবেদনের ভিত্তিতে গত রাতে রেল আদালতের নির্দেশে এই অভিযোগ দাখিল করে জিআরপি।


জিআরপি থানার স্টেশন হাউস অফিসার জানান, নিজের অভিযোগনামায় বিক্রম সিংহ নামে ওই বিক্রেতা দাবি করেছেন, গত ২৩ জানুয়ারি ছবির প্রচারে যখন শাহরুখ খান কোটা রেল স্টেশনে আসনে, তখন তাঁর অনুগামী ও ভক্তরা ভাঙচুর শুরু করে।


ওই বিক্রেতার আরও অভিযোগ, অগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে অভিনেতা তাঁর ভক্তদের উদ্দেশে কিছু ছুঁড়ে দেন। তা ধরতে গিয়ে উপস্থিত জনতা ধাক্কাধাক্কি শুরু করে দেন। যার জেরে, প্ল্যাটফর্মে তাঁর দোকান উল্টে যায়। তিনিও আহত হন।


শাহরুখের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও রেল আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।