বাঁকুড়া: বাবা-মা-প্রেমিকাকে খুনের পরও ক্ষান্ত হয়নি এই উদয়ন দাস। আকাঙ্খা শর্মার বাল্যবন্ধু বিকাশ সিংহকেও খুনের ছক কষেছিল সে! পুলিশ সূত্রে এমনটাই দাবি। বুধবার বাঁকুড়া আদালতে উদয়নের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, উদয়নের পরের টার্গেট ছিল আকাঙ্খা শর্মার বাল্যবন্ধু বিকাশ। পটনার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকেন গুজরাতে। বিকাশ সিংহ বিবাহিত। পুলিশ সূত্রে খবর, জেরায় উদয়ন দাবি করেছে, বিকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাঙ্খার। তদন্তকারীরা জানতে পেরেছেন, গতবছর আকাঙ্খা খুনের ২দিন পর ১৭ জুলাই, বিকাশের সঙ্গে ২১ বার ফোনে কথা হয় উদয়নের।
এবিষয়ে লাগাতার জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, প্রেমিকাকে খুনের পর আকঙ্খার মোবাইল ফোন থেকে বিকাশের সঙ্গে চ্যাট করত উদয়ন। তদন্তকারীদের দাবি, বিকাশকে গুজরাতের কোনও এক জায়গায় ডেকে খুনের ছক ছিল উদয়নের। সেজন্য নাকি আগ্নেয়াস্ত্র জোগাড়েরও চেষ্টা করেছিল সে।
পুলিশ সূত্রে খবর, জেরায় উদয়ন দাবি করেছে, বিকাশ ছাড়াও, দিল্লি ও মুম্বইয়ের আরও ৩ যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আকাঙ্খার। পুলিশ সূত্রে খবর, ওই ৩ জনের সঙ্গেও আকাঙ্খার মোবাইল ফোন থেকে নিয়মিত চ্যাট করত উদয়ন।
বুধবার ফের উদয়নকে বাঁকুড়া আদালতে পেশ করা হবে। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান, বাঁকুড়া আদালতে উদয়নের গোপন জবানবন্দির আবেদন জানোনা হবে। জেরা চলাকালীন আদালতে, গোপান জবানবন্দি দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছে উদয়ন। উদয়নকে নিজেদের হেফাজতে নিতে চায় রায়পুর পুলিশও।
আকাঙ্খার বাল্যবন্ধু বিকাশ সিংহকেও খুনের ছক কষেছিল উদয়ন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2017 08:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -