মুম্বই: সম্প্রতি ‘আদিপুরুষ’-এ নিজের চরিত্র নিয়ে সেফ আলি খান যখন মন্তব্য করেন, তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। এরপরই এক সাক্ষাতকারে ক্ষমা চেয়ে তিনি বলেন, কারও কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয়। তাঁর বক্তব্যের জন্য যদি কেউ আহত হয়ে থাকেন, সেজন্য় তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু 'আদিপুরুষ' নিয়ে বিতর্কিত সেই মন্তব্যের রেশ যেন কিছুতেই কাটতে চাইছে না। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে বুধবারই আইনি নোটিস গেল সেফের কাছে। মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক উকিল। অভিযোগনামায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেফ রাবণকে হিরোর মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, রাবণের সীতাহরণ যুক্তিযুক্ত ছিল। আর এমন মন্তব্য করেই হিন্দু ধর্মকে অসম্মান করেছেন তিনি।
প্রসঙ্গত,রাবণকে ‘দয়ালু’ তকমা দিয়ে সিনেমায় সীতাহরণকে ন্যায়সঙ্গত বলে দেখানোর কথা বলেছিলেন সেফ। এতেই তিনি সমালোচনার মুখে পড়েন। সেফকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা মুকেশ খান্নাও)। বিতর্কিত সেই মন্তব্যের জেরেই এবার আইনি বিপাকে পড়লেন সেফ।
প্রসঙ্গত, রামায়ণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’ । ২০২২-এর সেপ্টেম্বরে আসছে ছবিটি। এতে রাবণের চরিত্রে দেখা যাবে সেফকে। রামের চরিত্রে দক্ষিণী সুপারস্টার প্রভাস। সীতার ভূমিকায় থাকছেন কৃতী শ্যানন।
সেফের বক্তব্যের সমালোচনা হতেই তিনি ক্ষমা চেয়ে বলেন, “ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই ছবির মূল বিষয়বস্তু। কোনওপ্রকার ধর্মীয় বিকৃতি করা হয়নি ‘আদিপুরুষ’ ছবিতে।” কিন্তু সেফের এমন বিবৃতি জারির পরও কাটল না বিতর্কের রেশ। এবার তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হল মামলা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Saif Ali Khan: আদিপুরুষ: হিন্দু ধর্মে আঘাতের অভিযোগে সেফের বিরুদ্ধে মামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2020 05:28 PM (IST)
হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে বুধবারই আইনি নোটিস গেল সেফের কাছে। মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের জৌনপুরের এক উকিল। অভিযোগনামায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেফ রাবণকে হিরোর মর্যাদা দিয়েছেন। তাঁর কথায়, রাবণের সীতাহরণ যুক্তিযুক্ত ছিল। আর এমন মন্তব্য করেই হিন্দু ধর্মকে অসম্মান করেছেন তিনি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -