তিরুঅনন্তপুরম: তিনি একাধারে অভিনেতা ও কেরলের বাম সমর্থিত নির্দল সাংসদ। মালয়ালম ছবির কলাকুশলীদের সংগঠনের প্রধানও। সেই ইনোসেন্ট ভারিদ থেক্কেথালা ইনোসেন্টলি মন্তব্য করেছেন, যে সব অভিনেত্রীর চরিত্র খারাপ, তাঁরা অন্যদের সঙ্গে শুয়ে পড়েন। তবে সবটাই নিজের ইচ্ছেয়।
ইনোসেন্টের দাবি, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ টাউচ বলে কিছু হয় না। যা হয়, সবই অভিনেত্রীদের ইচ্ছে মেনে। তাও সবাই নন, যাঁদের চরিত্র খারাপ, তাঁরাই অমনটা করে থাকেন।
কেরলের এক অভিনেত্রীর অপহরণ ও ধর্ষণ নিয়ে মালয়ালম ছবি ইন্ডাস্ট্রিতে তোলপাড় চলছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দিলীপ নামের অভিনেতাকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। এ নিয়ে গত সপ্তাহে এক সাংবাদিক বৈঠকে মুখ খুলতে অস্বীকার করেন মোহনলাল, মামুট্টির মত মালয়ালম ছবির সুপারস্টাররা। ইনোসেন্টও ছিলেন সেই বৈঠকে।
গতকাল সে ব্যাপারে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মালয়ালম ছবিতে কাস্টিং কাউচ প্রথা আছে কিনা। জবাবে ইনোসেন্ট বলেন, সে সব দিন কবেই চলে গিয়েছে। এখন তো কোনও মহিলাকে ও রকম কথা বললেই তা খবর হয়ে যাবে। খোলাখুলি এ নিয়ে তারা কথা বলবে। তবে হ্যাঁ, ইনোসেন্টের সংযোজন, যারা খারাপ, তারা অন্যের সঙ্গে শুতেই পারে।
মালয়ালম ছবির মহিলা কলাকুশলীদের সংগঠন অবশ্য ইনোসেন্টের কাস্টিং কাউচ না থাকার দাবি উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, কাস্টিং কাউচ প্রথা খুব ভালভাবে বর্তমান। যে সব মেয়ে ছবির জগতে প্রথম পা রাখেন, তাঁদের সকলকে এই সমস্যার মুখোমুখি হতে হয়।
চরিত্রহীন অভিনেত্রীরা নিজেদের ইচ্ছেয় অন্যের শয্যাসঙ্গী হন, মন্তব্য কেরলের 'ইনোসেন্ট' সাংসদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2017 09:36 AM (IST)
ছবি: ফেসবুক
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -