মুম্বই: আগামীকাল মুক্তি পাচ্ছে রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’। বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিক দেখার জন্য চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষার প্রহর গুণছেন। তবে মুক্তি পাওয়ার আগে ছবিটির একটি দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড। জেলের একটি দৃশ্য ছিল, যেখানে দেখা যাচ্ছিল রণবীর একটি শৌচাগারের সামনে আছেন। শৌচাগারটির জল উপচে পড়েছে। এই দৃশ্য নিয়েই আপত্তি জানান পৃথ্বী মাসকে। তিনি সিবিএফসি প্রধান প্রসূন জোশীকে লেখা চিঠিতে দাবি করেন, জেল কর্তৃপক্ষ এখন ব্যারাকগুলির প্রতি যত্নবান। ফলে শৌচাগারের জল উপচে পড়ার ঘটনা এখন আর দেখা যায় না। এই চিঠি পাওয়ার পরেই সংশ্লিষ্ট দৃশ্যটি ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। এছাড়া অবশ্য ‘সঞ্জু’-র আর কোনও দৃশ্যে কাঁচি চালানো হয়নি।
রাজকুমার হিরানী পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। সঞ্জয়ের ভূমিকায় রণবীরকে যেভাবে মানিয়েছে, তার প্রশংসা করছেন অনেকেই। প্রথম দিন ছবিটি অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে শোনা যাচ্ছে।
জেলের দৃশ্য বাদ যাওয়া প্রসঙ্গে রাজকুমার বলেছেন, ‘১৯৯৩ সালে সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, সেই সময়টি তুলে ধরা হয়েছিল। বর্ষায় যখন প্রবল বৃষ্টি হয়, তখন জেলের শৌচাগার জলে ভেসে যায়। সেই দৃশ্যই দেখানো হয়েছিল। ওই দৃশ্যে সঞ্জয়কে একজন অসহায় ব্যক্তি হিসেবে দেখানো হয়। তবে দৃশ্যটি বাদ যাওয়ায় আমাদের আপত্তি নেই।’
এক সমাজকর্মীর আপত্তি, রণবীর কপূরের ‘সঞ্জু’ থেকে জেলের দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jun 2018 04:32 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -