ডাবলিন: রোহিত শর্মা ও শিখর ধবনের ঝোড়ো ব্যাটিং ও বোলারদের পারফরম্যান্সে ভর করে ভারত আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ৭৬ রানে হারিয়ে দিয়েছে। এভাবে গ্রীষ্মে ইংল্যান্ড সফরের শুরুটা খুবই ভালো হল টিম কোহলির।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে প্রথম ম্যাচে ২০৮ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে আয়ারল্যান্ড মাত্র ১৩২ রান করে।
রোহিত শর্মার ৯৭ এবং শিখর ধবনের ৭৪ রানের ইনিংস ছাড়াও ম্যাচেও উল্লেখ্যযোগ্য দিক হল ভারতীয় বোলারদের, বিশেষ করে কুলদীপ যাদবের পারফরম্যান্স।
রোহিত ও ধবনের পাশাপাশি ভারতের আরও এক ব্যাটসম্যান নজর কেড়েছেন হেলিপ্টার শট মেরে। তিনি অবশ্য মহেন্দ্র সিংহ ধোনি নন।
ইনিংসের শেষ ওভারে ধোনি থেকে শুরু করে রোহিত ও অধিনায়ক বিরাট কোহলি আউট হয়ে যান। এরপর ইনিংসের শেষ বলে দেখা গেল একটা দর্শনীয় ছক্কা। এই শট খেলেন হার্দিক পান্ড্য। ডাবলিনে উপস্থিত ভারতীয় সমর্থকরা ধোনি ও কোহলির ব্যাট থেকে চার- ছক্কা আশা করছিলেন। কিন্তু তাঁদের সেই আশা পূরণ করলেন হার্দিক।
ইনিংসের শেষ ওভারে ধোনির হেলিকপ্টার স্টাইল নকল করে ছক্কা মেরে দলের সমর্থকদের মুগ্ধ করলেন হার্দিক।