মুম্বই: ‘ভিরে দি ওয়েডিং’, সোনাম কপূর, করিনা কপূর খান, স্বারা ভাস্কর অভিনীত ছবিটির ট্রেলর পর্দায় আসার পর থেকেই দর্শকদের মধ্যে ছবি নিয়ে এক আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ছবিতে মেয়েদের সাহসী ভাবে দেখানো হয়েছে। যেধরনের ভাষা সাধারণত মেয়েরা ব্যবহার করে না, ছবিতে সেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখা গিয়েছে তাদের, স্বারা ভাস্করকে অনস্ক্রিনে হস্তমৈথুন করতেও দেখা গিয়েছে এখানে।

 

তবে এই সমস্ত দৃশ্যের সমর্থনে যেমন অনেকে সওয়াল করেছে, অনেককে আবার সমালোচনাও করতে দেখা গিয়েছে। এইমুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে স্বারার হস্তমৈথুনের দৃশ্য।

আমজনতার সমালোচনা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও, টিম ‘ভিরে দি ওয়েডিং’কে একহাত নিয়েছেন সিবিএফসি-র সদস্য বাণী ত্রিপাঠী। তাঁর স্পষ্ট বক্তব্য, কীভাবে এই দৃশ্যগুলো মহিলাদের ক্ষমতায়নের মাপকাঠি হতে পারে? তাঁর ‘ভিরে দি ওয়েডিং’য়ের চলচ্চিত্রকারদের সরাসরি প্রশ্ন, তাহলে এটাই নারীবাদ, মহিলাদের ক্ষমতায়ন আপনাদের কাছে? লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করার একটি বিকৃত প্রক্রিয়া এটি। পুরুষদের সঙ্গে সমতা বুঝি এই সমস্ত ভুল বিষয়কে মাপকাঠি করে অর্জন করা যায়, প্রশ্ন সেন্সর বোর্ড সদস্যের।