মুম্বই: সেন্সর বোর্ডের শংসাপত্র না মেলায় কঙ্কনা সেনশর্মার ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-র মুক্তি নিয়ে জটিলতা দেখা দিল। এই ছবির পরিচালক অলংকৃত শ্রীবাস্তব সেন্সর বোর্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, এর ফলে মহিলাদের অধিকারে আঘাত করা হল। তিনি এর শেষ দেখে ছাড়বেন। ফারহান, আখতার, বিশাল দাদলানি, রেণুকা শাহানেরাও সেন্সর বোর্ডের সমালোচনা করেছেন। সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি অবশ্য অতীতের মতো এবারও দমছেন না। তাঁর সাফ কথা, সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দিতে রাজি হয়নি। এই ছবির নির্মাতারা চাইলে ফিল্ম সার্টিফিকেশন আপিলেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন।
কঙ্কনা এবং রত্না পাঠক শাহ অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবি এবং টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া প্রাইজ পেয়েছে। তা সত্ত্বেও নারীকেন্দ্রিক এই ছবিটিকে শংসাপত্র দিতে রাজি হচ্ছে না সেন্সর বোর্ড। নিহালনি বলেছেন, এই ছবির গল্প নারীকেন্দ্রিক। বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যৌন দৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি রয়েছে। এই ছবির মাধ্যমে সমাজের একটি বিশেষ শ্রেণির মানুষ আঘাত পেতে পারেন। সেই কারণেই ছবিটিকে শংসাপত্র দেওয়া হচ্ছে না।
নিহালনি সেন্সর বোর্ডের প্রধান হওয়ার পর বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। ফের নয়া বিতর্কে জড়ালেন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সেন্সর বোর্ডের অনুমোদন পেল না কঙ্কনা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2017 10:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -