কঙ্কনা এবং রত্না পাঠক শাহ অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবি এবং টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া প্রাইজ পেয়েছে। তা সত্ত্বেও নারীকেন্দ্রিক এই ছবিটিকে শংসাপত্র দিতে রাজি হচ্ছে না সেন্সর বোর্ড। নিহালনি বলেছেন, এই ছবির গল্প নারীকেন্দ্রিক। বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যৌন দৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি রয়েছে। এই ছবির মাধ্যমে সমাজের একটি বিশেষ শ্রেণির মানুষ আঘাত পেতে পারেন। সেই কারণেই ছবিটিকে শংসাপত্র দেওয়া হচ্ছে না।
নিহালনি সেন্সর বোর্ডের প্রধান হওয়ার পর বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। ফের নয়া বিতর্কে জড়ালেন তিনি।