মুম্বই: 'আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ'। '১২৫ তম' বিবাহবার্ষিকীতে স্ত্রী তাহিরাকে এই লাইনটিই লিখলেন আয়ুষ্মান খুরানা। শুধু কী তাই? সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন আস্ত একটা চিঠি। নতুন করে বলিউডের এই জুটির প্রেম দেখে মজলেন নেটিজেনরা।

১২৫তম বিবাহবার্ষিকী! হ্যাঁ এই কথাটিই লিখেছেন আয়ুষ্মান খুরানা। আজ বিবাহবার্ষিকী আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের। সোশ্যাল মিডিয়ায় তাহিরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান। সেই ছবিতে নায়কের পিঠে উঠেছেন তাহিরা। দুজনের মুখেই হাসি। ছবিটি পোস্ট করে আয়ুষ্মান লিখেছেন, '১২৫ বছরের একসঙ্গে থাকা উপভোগ করছি। হয়তো তারও বেশি সময়!'



এখানেই থামেননি নায়ক। স্ত্রীর উদ্দেশে লিখেছেন, 'তোমার সঙ্গে থাকলে আমার মনে হয় শতাব্দী আর সময় চিরন্তন। এই সম্পর্কটা কেবল একটা জীবনে বোধহয় আবদ্ধ থাকবে না। তুমি আমার সঙ্গী, প্রেমিকা, ব্যক্তিগত স্ট্যান্ড আপ কমেডিয়ান, জীবনের কোচ আর সবচেয়ে বেশি, আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। মনে হয় এটা বেশ মজার হবে। শুভ বিবাহবার্ষিকী তাহিরা কাশ্যপ।'

আয়ুষ্মানের এই পোস্টের উপযুক্ত উত্তর দেন তাহিরাও। একই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমি মিথ্যা বলছি না, ঠিক এই ছবির মতই ও আমায় তুলে ধরেছে। আমি কিন্তু এটাই ভালোবাসি। এমন আরও রাইডের জন্য আমি তৈরী।'



সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তাহিরা। কঠিন সময়ে স্ত্রীর পাশে সবসময় থেকেছেন আয়ুষ্মান। বলিউডের অন্যতম প্রিয় জুটি আয়ুষ্মান-তাহিরা। অনেকেই মনে করেন, জীবনের প্রতি পদে একে অপরের পাশে থেকে 'কাপল গোল' তৈরি করেন তাঁরাই।