কলকাতা: দীপাবলী দেশের বড় উৎসবগুলির মধ্যে অন্যতম। দীপাবলী আলোর উৎসব, অন্ধকার থেকে আলোর প্রকাশ। কার্তিক মাসের অমাবস্যায় এই উৎসব হয়ে থাকে। চলতি বছরের ১৪ নভেম্বর এই উৎসব। হিন্দুধর্মাবলম্বীরা মনে করেন, দীপাবলীর দিন মা লক্ষ্মী গৃহস্থের ঘরে পদার্পণ করেন। লক্ষ্মীর আগমন উপলক্ষে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখা জরুরি।
বাড়িতে ভাঙা আয়না থাকলে দীপাবলীর আগে তা সরিয়ে ফেলুন। বাস্তুতন্ত্র অনুসারে ঘরে ভাঙা আয়না থাকলে গৃহস্থের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। একই কারণে, ঘরের ভাঙা আসবাব পত্রকেও অশুভ বলে মনে করা হয়। বাড়িতে যদি এই সব থাকে তা হলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
ঘরে দেব-দেবীর ভাঙা মূর্তি রাখা চলবে না। এই ধরনের মূর্তি বা ছবি থাকলে তা পবিত্রস্থানে নিয়ে গিয়ে তা বিসর্জন দিতে হবে।
ঘরের ভাঙা বাসন গৃহ-বিবাদের কারণ হতে পারে বলে মনে করা হয়। ফলে ভাঙা বাসন থাকলে তাও সরিয়ে ফেলা উচিত। বিশেষত, দীপাবলীর আগে তো এই ধরনের জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। দীপাবলীর আগে ধনতেরাসে নতুন বাসন কেনার রীতি রয়েছে। ঘরে শান্তি ফেরাতে তাও কিনতে পারেন।
যে সব জুতো-চপ্পল আপনি বাতিল করে দিয়েছেন, অথচ ঘরের কোণে জমা হয়ে রয়েছে, সেগুলি দীপাবলীর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ছেঁড়া জুতো-চপ্পল এক নেতিবাচক প্রভাব ফেলে।
বন্ধ ঘড়িও অশুভ বার্তা নিয়ে আসে। তাই দীপাবলীর আগে বন্ধ ঘড়ি সারাই করে নিন অথবা পাল্টে ফেলুন। ঘরে যদি কোনও খারাপ বৈদ্যুতিক সামগ্রী থাকে, তা হলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত।
সব সময় ছাদ পরিষ্কার রাখুন, কোনও ভাবেই আবর্জনা জমতে দেবেন না।