২৮ তারিখ তিরুঅনন্তপুরমে নিহালনিকে একটি বৈঠকে ডেকেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, নিহালনিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চাকরি যেতে পারে তাঁর। যদিও এ ব্যাপারে নিহালনির মতামত জানা যায়নি।
তাঁর জায়গায় ভাবা হচ্ছে পরিচালক প্রকাশ ঝা ও অভিনেতা-প্রযোজক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নাম। এই দুজনের সঙ্গেই কেন্দ্রীয় সরকারের সম্পর্ক যথেষ্ট ভাল। জরুরি অবস্থার ওপর ছবি ইন্দু সরকার নিয়ে শিরোনামে উঠে আসা পরিচালক মধুর ভাণ্ডারকরের নামও শোনা যাচ্ছে।
নিহালনির নামে এক নয়, একাধিক অভিযোগ। ছবির ডায়ালগে যৌনতার ক্ষীণতম সাড়াশব্দ শোনা গেলেই নির্মমভাবে দৃশ্য ছেঁটে ফেলার হুকুম দিচ্ছেন তিনি। একইরকম কঠোর চুম্বন দৃশ্যেও। জব হ্যারি মেট সেজালে ইন্টারকোর্স শব্দে প্রবল আপত্তি রয়েছে তাঁর। তাঁর কোপে পড়েছে লিপস্টিক আন্ডার মাই বোরখা ও অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্রও।