নয়াদিল্লি: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। সাফল্যের নিরিখে কোভিড-পরবর্তী সময়ে এই ছবির ব্যবসা প্রায় আকাশ ছুঁয়েছে বলাই চলে। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হয়েছে এই ছবিটি। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী (Prime Minister)। সব মিলিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই ছবিকে ঘিরে। এবার এই ছবি নিয়ে নিজের বক্তব্য রাখলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Maharashtra Deputy CM Ajit Pawar)। 


বুধবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অজিত পাওয়ারের বক্তব্য। বিধানসভায় অজিত পাওয়ার বলেন, 'রাজ্যে করমুক্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জিএসটি মকুব করে দেওয়া।'


 






বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ভারতীয় ছবির সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।


'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে। 


কোভিড পরবর্তী সময়ে সপ্তাহের মাঝে কোনও বলিউড ছবি প্রেক্ষাগৃহে দুই অঙ্কের সংখ্যায় ব্যবসা করেনি। 


আরও পড়ুন: OTT Platform SRK+: ওটিটিতে এবার শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় মজার বার্তা অজয় দেবগণের