মুম্বই: প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত মার্কিন অভিনেতা চাডউইক বোসম্যান। তিনি দীর্ঘদিন ভুগছিলেন কোলন ক্যান্সারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। এই অভিনেতার প্রয়াণে শোকাহত বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন অনুপম খের, অর্জুন কপূর, রণবীর সিংহ, বরুণ ধবন সহ আরও কয়েকজন।


লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন এই অভিনেতা। তাঁর মৃত্যুর পর পরিবারের তরফে জানানো হয়েছে, ‘একজন প্রকৃত যোদ্ধা। এমন অনেক ছবি করেছেন যেগুলি মানুষের ভালবাসা কুড়িয়েছে। কিং চিটালা থেকে ব্ল্যাক প্যান্থারের মতো বহু সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।’

সবচেয়ে বড় কথা ২০১৬ সালে যখন তাঁর ক্যান্সার ধরা পড়ে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। স্টেজ থ্রি ক্যান্সার। একাধিক অস্ত্রোপচার, কেমোথেরাপি কোনও কিছুই তাঁর মনোবলকে ভাঙতে পারেনি। ক্যান্সারের মতো রোগের যন্ত্রণা নিয়েও শ্যুটিং করেছেন। কাজ থামাতে চাননি।

‘ব্ল্যাক প্যান্থার’ ছিল সুপার হিট। যাকে চলচ্চিত্রের পরিভাষায় বলে ব্লকবাস্টার হিট। এই ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পায়। তাঁর মৃত্যুতে শুধু হলিউড নয়, বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করে টুইট করেছেন করিনা কপূর খান, রণবীর সিংহ। অনুপম খের লিখেছেন, ‘এত অল্পবয়সে এমন এক অভিনেতা চলে যাওয়ায় গভীরভাবে দুঃখিত। উনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ভারী নম্র ছিলেন। ওর পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।’

পর্দায় তাঁর অসামান্য ব্যক্তিত্ব, চরিত্র চিত্রায়ণের প্রতি সম্মান জানিয়েছেন অর্জুন। ‘ফেভারিট সুপারহিরো’  আখ্যা দিয়ে ট্যুইটে শ্রদ্ধা জানিয়েছেন দিলজিৎ দোসাঞ্জও।