কানপুর: জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) কি সেপ্টেম্বরে হবে? না কি পরীক্ষা পিছিয়ে যাবে? এ বিষয়ে উত্তরপ্রদেশের কানপুরে জুয়া চলছিল। তবে সেই জুয়ার চক্রে হানা সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩৮.২৫ লক্ষ টাকা এবং ১০টি মোবাইল ফোন। তবে এই চক্রের পাণ্ডা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

সাংবাদিক বৈঠকে কানপুরের পুলিশ সুপার (দক্ষিণ) দীপক ভুকের জানিয়েছেন, ‘শুক্রবার আমরা জুয়ার চক্রে হানা দিয়ে সাতজনকে গ্রেফতার করেছি। আমরা ৩৮.২৫ লক্ষ টাকা, ১০টি মোবাইল ফোন এবং একটি রেজিস্টার উদ্ধার করেছি। এই চক্রের পাণ্ডা অবশ্য পালিয়ে যেতে পেরেছে। নিট ও জেইই হবে কি না, সে বিষয়েই জুয়া খেলা হচ্ছিল। শেয়ার বাজার খোলা ও বন্ধ হওয়ার সময় শেষ দু’টি সংখ্যা নিয়ে বাজি ধরা হচ্ছিল। এই চক্রের পাণ্ডা সন্তোষ সোনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুয়াচক্র চালাচ্ছিল। গত চার বছর ধরেই চলছিল এই জুয়া। তদন্ত শুরু হয়েছে। আমরা কল ডিটেইলস খতিয়ে দেখছি।’

এবার করোনা আবহে জেইই ও নিট হবে কি না, সেটা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। পরীক্ষার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ৬টি রাজ্য। এ বিষয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে। ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেইই হওয়ার কথা। নিট শুরু হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর থেকে। যদিও সব রাজ্যে নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। এই অনিশ্চয়তারই সুযোগ নিচ্ছে জুয়ার পাণ্ডারা।