কলকাতা: একের পর এক অভিযোগ, নারীসুরক্ষা নিয়ে কার্যত তোলপাড় টলিউড। আর এই অভিযোগের ভিত্তিতেই কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে (Arindam Sil)-কে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাজ করতে পারবেন না তিনি। আর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, অরিন্দম শীল ও টলিউডের নারী সুরক্ষা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তিনি বলছেন, এই প্রথম নয়, এর আগেও নাকি একাধিকবার অভিযোগ উঠেছে অরিন্দম শীলের বিরুদ্ধে।


টলিউড কি সত্যিই নারীদের কাজ করার জন্য অসুরক্ষিত? স্বস্তিকার মতে, নায়িকার নিজেরও কিছু কিছু সময় মনে হয়েছে এমনটাই। অভিনেত্রী বলছেন, 'আমি মনে করি না গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোনও মেয়ে রয়েছে যে বলতে পারবে তাকে কোনোদিন কোনও অস্বস্তির মধ্যে পড়তে হয়নি। ১০০ শতাংশ পড়তে হয়েছে। কেউ হয়তো কোনও একটা ভুল পদক্ষেপ নিয়েছে, কোন মহিলাকে অসম্মান করেছে আবার সঙ্গে সঙ্গে ক্ষমাপ্রার্থী হয়েছে। বুঝেছে যে কোনও মহিলাকে এভাবে অসম্মান করা যায় না। নিজেকে শুধরে নিয়েছে। আবার অরিন্দম শীলের মতো অনেক মানুষেরা রয়েছেন যাঁরা বারে বারে একই কাজ করে আসছেন। আমার গোটা ২৪ বছরের কেরিয়ারে ২-৩ বছর অন্তর অন্তরই দেখছি অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ এসেছে। কিছু বছর আগে রূপাঞ্জনা অভিযোগ জানিয়েছিলেন। আমার যখন ২০-২১ বছর বয়স, 'এক আকাশের নীচে' করছি তখন চৈতী ঘোষাল অভিযোগ জানিয়েছিলেন। চান্দ্রেয়ী ঘোষ অভিযোগ করেছিলেন। তাহলে একটা লোকের জন্য যদি বারে বারে মেয়েদের অভিযোগ করতে হয়, সেই সমস্ত মহিলারা ভুল কথা বলছে আর বাজে কথা বলছে এটা তো হতে পারে না।'


স্বস্তিকা আরও জানান, তাঁরা একটি ফোরাম গঠন করেছেন, যেখানে এই ধরণের কোনও অভিযোগ এলে তার বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করা হবে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার স্বীকার হলে এই ফোরামে অভিযোগ জানানো যাবে। এই ফোরম আইনত থেকে শুরু করে মানসিক, সমস্তরকমভাবে সমর্থন করবে। ইতিমধ্যেই এই নিয়ে একাধিক মিটিং করা হয়েছে। স্বস্তিকা বলছেন, 'পসের গাইডলাইন ইমপ্লিমেন্ট করতে হবে। রাতারাতি সব কাজ হবে না। তবে কাজের জায়গাকে সুস্থভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের পরের প্রজন্ম স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারে।'


 


আরও দেখুন:


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।