মুম্বই: শ্যুটিং চলছে ‘জুড়ুয়া-২’র। সেই ছবিতে নব্বইয়ের দশকের করিশমা-সলমনের হিট গান ‘চলতি হ্যায় কেয়া ৯ সে বারা’ ফের নতুন করে তৈরি করা হল। এবার সেই গানের তালে নাচলেন করিশমা কপূর। তবে সলমন খানের বদলে তাঁর সঙ্গে এবার পা মেলালেন বরুণ ধওয়ান।
হ্যাসট্যাগ দেওয়া হয়েছে #ChaltiHaiKya9Se12 out tom! #Judwaa2 @The_AnuMalik" Watch Below:
বর্তমানে গানটি নব্বইয়ের হিট গান ‘তান তানা তান তান তান তারা’.....নতুন ভার্সান। ১৯৯৭-এর সেই গানটি একবার দেখে নিন,
তারপর নতুন সৃষ্টিটাও দেখুন সবাই জানেন ‘জুড়ুয়া-২’তে ক্যামিওর চরিত্রে দেখা যাবে সলমনকে। কিন্তু করিশমাও এই ছবিতে ক্যামিওর চরিত্রে থাকবেন কিনা, সেবিষয়ে কারও কাছে কোনও তথ্য নেই।