বেজিং: ডোকলাম অচলাবস্থার মধ্যে ফের ভারতকে হুঁশিয়ারি চিনের। লাদাখে চলতি মাসের গোড়ার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনা। সেই লাদাখের পোংগং হ্রদের কাছে ভারতের নতুন একটি রাস্তা তৈরির সিদ্ধান্তের বিরোধিতা করল চিন। তাদের বক্তব্য, ওই এলাকায় রাস্তা তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়ে ভারত ‘নিজের মুখেই চড় কষিয়েছে’। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়িং এই মন্তব্য করেছেন।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পোংগং হ্রদের থেকে ২০ কিমি দূরে একটি রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে।
চিনের মুখপাত্রর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। সিকিম সেক্টরে ডোকলাম মালভূমিতে গত জুন মাসে চিনের রাস্তা তৈরির উদ্যোগ বানচাল করে দিয়েছিল ভারত। সেই ঘটনা ঘিরে দুদেশের চলতি উত্তেজনার সূত্রপাত। চিন দাবি করেছিল যে, ডোকলাম তাদের ভূখণ্ড। ভুটান এর বিরোধিতা করে ওই এলাকাকে তাদের বলে দাবি করেছে। কিন্তু ভারত এক্ষেত্রে ভূটানের দাবিকে সমর্থন করেছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই জায়গায় চিনকে কিছুতেই রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না।
ওই ঘটনার পর চিন ডোকলাম থেকে ভারতের সেনা সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে। কিন্তু ভারত বলেছে, আলোচনার জন্য দুই পক্ষকেই সেনা সরাতে হবে।
কিছুদিন আগে লাদাখ হ্রদের কাছে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের ভিডিও প্রকাশ্যে এসেছে। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। প্রায় ঘন্টা দুয়েক ওই সংঘর্ষ চলে। বিগত কয়েক দশকে এ ধরনের ঘটনা আর ঘটেনি।
বেজিংয়ের দাবি, হ্রদের যে এলাকায় ভারত রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে সেখানকার ‘সীমারেখা নির্ধারিত হয়নি’। চিনের আরও হুঁশিয়ারি, ভারতের এই উদ্যোগ এই অঞ্চলে শান্তির ‘অনুকূল’ নয়।
চিনের বিদেশমন্ত্রক বলেছে, ‘ভারত চিনের রাস্তা তৈরির কাজে নজর রাখছে। কিন্তু ভারতের নিজের কাজ প্রমাণ করে দিয়েছে যে, ভারত মুখে এক কথা বলে, আর কাজ করে অন্য রকম’।
লাদাখে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে ভারতকে হুঁশিয়ারি চিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2017 07:34 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -