কলকাতা: 'তুফান' (Toofan) ছবির কাস্টে যোগ দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। বহু প্রতীক্ষিত এই ছবির কাস্টিংয়ে চমক মিলেছিল আগেই। সেই উত্তেজনার আগুনেই ঘি হয়ে পড়ল চঞ্চল চৌধুরীর নাম। রাইহান রফি (Raihan Rafi) পরিচালিত বাংলাদেশের এই ছবিতে রয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বিপরীতে ওপার বাংলার তারকা অভিনেতা শাকিব খান (Shakib Khan)। সেই তালিকায় চঞ্চল চৌধুরীর নাম যোগ হতেই উত্তেজনা দ্বিগুণ অনুরাগীদের মধ্যে।


'তুফান' ছবির কাস্টে যোগ দিলেন চঞ্চল চৌধুরী 


বহু প্রতীক্ষিত ছবি 'তুফান'-এ বিশেষ চরিত্রের মাধ্যমে নয়া চমক আনবেন চঞ্চল চৌধুরী, মত নির্মাতাদের। ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির। মিমি চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন বাংলাদেশি তারকা অভিনেত্রী নাবিলা। ছবির প্রযোজনার দায়িত্বে 'এসভিএফ বাংলাদেশ' (SVF), 'আলফা-আই' (Alpha-i) ও 'চরকি' (Chorki)। গত বছর এই ছবির ঘোষণা দর্শক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ছবিতে মিমির যুক্ত থাকার কথা সম্প্রতিই প্রকাশ্যে আনা হয়।


এই ছবির কাস্টে যোগদান করে নিজের চরিত্র সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, 'আমি 'তুফান' ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করব। রাইহান রফি একজন প্রতিভাবান পরিচালক, এবং শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও অত্যন্ত ভাল। ওঁদের সঙ্গে কাজ করার উত্তেজনা আলাদা, বিশেষ যখন এসভিএফ বাংলাদেশ, আলফা - আই, চরকির মতো তিনটি বড় প্রযোজনা সংস্থা এই প্রজেক্টের প্রযোজনা করছে। আমি নিশ্চিত এর ফলস্বরূপ আমরা স্মরণীয় কিছুই পাব।'


আরও পড়ুন: Angry Rantman: 'Angry Rantman'-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে


তিন সংস্থার প্রযোজনায় 'তুফান' ছাড়াও আরও একটি ছবির ঘোষণা করা হয়েছে। 'দুম' ছবির ঘোষণা করা হয়েছে যার পরিচালনা করছেন রেদওয়ান রনি ও মুখ্য ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। পরিচালক রাইহান রফি আপাতত 'তুফান' ছবির শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। একসঙ্গে ছবিতে চঞ্চল চৌধুরী ও শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত তিনি। পরিচালকের কথায়, 'আমাদের দেশের পাওয়ারহাউজ অভিনেতা চঞ্চল ভাই এবং 'তুফান' ছবিতে শাকিব খানের সঙ্গে তাঁর যোগদান সম্মানের।' তিন প্রযোজনা সংস্থার তরফেও চঞ্চল চৌধুরীর অভিনয় ক্ষমতার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এবার দর্শক অপেক্ষায় ছবি মুক্তির। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।