কলকাতা: 'সাদা সাদা, কালা কালা... রঙ জমেছে সাদা কালা'.. এই গানের সুরে, ছন্দে মজেছিলেন আট থেকে আশি। বাংলাদেশের সিনেমা 'হাওয়া' (Hawa) ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্য়ালে। দর্শকদের দেখার জন্য 'হাওয়া' যখন কলকাতায় এসেছিল, তখন দর্শকদের উচ্ছ্বাসের মাত্রা দেখেছে তিলোত্তমা। আর সেই ছবির সুর ছুঁয়ে গেল সুদূর আফ্রিকার তানজানিয়াকেও।
বাংলাদেশের ছবি 'হাওয়া'-তে চান মাঝির ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। দর্শকদের ভীষণ মনে ধরেছিল এই ছবির গল্প, গান, সুর। আর সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে দেখা গেল, ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul)। তানজানিয়ার এই যুবক তাঁর গান আর নাচের জন্যই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার নাচ নয়, কিলি পলের গলায় শোনা গেল.. 'তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী... বসন্তকালে তোমায় বলতে পারিনি'। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, 'কোনও বাংলাদেশী অনুরাগী আছেন কী?' আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন খোদ 'হাওয়া'-র চান মাঝি ওরফে চঞ্চল। কিলি পলকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কিলি পলের গলায় বাংলা গান শুনে উচ্ছ্বসিত অনেকেই। এর আগে 'আবার বিবাহ অভিযান' গানে একটি রিল বানিয়েছিলেন কিলি পল। টাইটেল ট্র্যাকে নেচে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই গান। সৌমিক হালদার পরিচালিত আবার বিবাহ অভিযানের টাইটেল ট্র্যাক লিখেছিলেন ও গেয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। সঙ্গীত পরিচালনা করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'