কলকাতা: সিনেমায় বলা সিনেমার গল্প। এই ছবির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে প্রকাশ্যে এল এই ছবির মুক্তির তারিখ। স্বাধীনতা দিবসে, অর্থাৎ ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ও চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) অভিনীত 'পদাতিক' (Podatik)। মৃণাল সেনের জীবন আধারিত এই ছবি দেখার জন্য প্রতীক্ষা ছিল দীর্ঘদিনেরই।
ফেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় তৈরি এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির একটি গান। সেখানেই চঞ্চল চৌধুরীর লুক দেখে আবেগে ভেসেছেন অনেকে। প্রস্থেটিকের সাহায্য নিয়ে কার্যত বদলে ফেলা হয়েছে চঞ্চল চৌধুরীর লুক। অভিনেতাকে চেনাই দায়। জানা যাচ্ছে, মোট ৬টা লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেনের অল্পবয়সের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে। এরপরের লুকগুলিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতু কমলকে (Jeetu Kamal)। মৃণাল সেনের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষ (Monami Ghosh)-কে। ইতিমধ্যেই দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা চিত্রনাট্যের পুরষ্কার পেয়েছে এই সিনেমা।
বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, শ্রদ্ধাশীল চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি তৈরি করছেন সৃজিত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজারও। মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। তাঁর স্ত্রী, গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। টিজারে মিলল সাদাকালো সময়ের ঝলক। মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এল কয়েক ঝলকে। এখন সবার অপেক্ষা করছেন এই ছবিটি মুক্তি পাওয়ার। ১৫ অগাস্ট যেহেতু গোটা দেশবাসীর কাছে গর্বের দিন, সেই কারণেই এই দিনটিকে বেছে নিয়েছেন সৃজিত। বাঙালিদের কাছে মৃণাল সেনও তো গর্ব করার মতোই।
আরও পড়ুন: Phulki Exclusive : ফুলকির পর কাজ না পেলে নিজেকে ঘষামাজায় মন দেব, বসে থাকব না: দিব্যাণি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।