কলকাতা: তিনি মানেই যেন নতুন চমক, নতুন চ্যালেঞ্জ। অভিনয় দক্ষতায় ভর করে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা। তবে কেবল বাংলাদেশের বললে ভুল হবে, এখন তিনি টলিউডেরও। আর এবার, এক অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেবেন তিনি! ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। 


আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই সিরিজের লুক। এই প্রথম 'হইচই' (Hoichoi)-এর জন্য ভিকি জ়ায়েদের সঙ্গে কাজ করবেন চঞ্চল। এর আগে, 'কারাগার' সিরিজে কার্যত নির্বাক অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। তাঁর সেই ওয়েব সিরিজ ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে 'কারাগার' ছাড়াও একাধিক বাংলাদেশের ছবি ও ওয়েব সিরিজে চঞ্চল বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয় প্রতিভা। আর এবার, অন্ধ এক সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে।


এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। কিন্তু এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে 'রুমি'। 


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছেন চঞ্চল। সেখানে তাঁর চোখে কালো চশমা। গায়ে জিন্সের কোট, মুখে বাঁকা হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে লেখা হয়েছে, 'কেস সলভ করতে চোখ লাগে না, মাইন্ড দিয়েই চেক মেট করা যায়'। এই ছবি শেয়ার করে নেওয়া হয়েছে 'হইচই' বাংলাদেশের পেজ থেকেও।


 






আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।