Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুর (Moon Sout Pole) কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। সফল অবতরণ হয়েছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) এবং রোভার প্রজ্ঞানের (Rover Pragyan)। আবেগে ভাসছে সারা দেশ। উত্তেজনা, উন্মাদনায় মেতেছেন আমজনতা। একই স্রোতে গা ভাসিয়েছেন তারকারাও। বলিউড, টলিউড, দক্ষিণী ছবির জগত... সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারকারা।
শাহরুখ খান নিজের ছবি 'ইয়েস বস'- এর গানের সূত্র ধরে লিখেছেন, 'চাঁদ তারে তোড় লায়ুঁ...'। ইসরোর সমস্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এসআরকে 'এক্স' মাধ্যমে লিখেছেন 'আজ ইন্ডিয়া অউর ইসরো ছা গয়া। ভারতকে যাঁরা গর্বিত করেছেন সেই পুরো দলকে শুভেচ্ছা।'
'এক্স' মাধ্যমে লিখেছে অমিতাভ বচ্চনও। দু'টি পোস্ট করেছেন বিগ বি। একটিতে লিখেছেন হিন্দি কবিতাও।
ওই একই মাধ্যমে লিখেছেন অক্ষয় কুমারও। ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত ইতিহাস তৈরি করছে এটা দেখতে পেরে আমি ভাগ্যবান। চাঁদে পৌঁছে গিয়েছে ভারত।
ইসরোর চন্দ্রযান ৩ - এর সাফল্যে আবেগে ভেসেছেন হৃতিক রোশন, সানি দেওল, রীতেশ দেশমুখ, করিনা কাপুর, সানি লিওনি এবং আরও অনেকে। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স' যার আগে নাম ছিল ট্যুইটার, সেখানেই শুভেচ্ছাবার্তা শেয়ার করেছেন সকলে।
পিছিয়ে নেই দক্ষিণী সিনেমার জগতের তারকারাও
পরিচালক এস এস রাজামৌলি, কমল হাসান, আর মাধবন, অল্লু অর্জুন, মহেশ বাবু, কাজল আগরওয়ার, যশ, সূর্য শিবকুমার সকলেই ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকে। একই সঙ্গে জানিয়েছেন যে দেশের এই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকতে পেরে তাঁরা ভাগ্যবান এবং গর্বিত।
বরাবরের মতোই নিজের পোস্টে বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।
শুধু বলিউড বা দক্ষিণী ছবির তারকারাই নন, ইসরোর সাফল্যে শুভেচ্ছাবার্তা এসেছে টলিউডের তারকাদের থেকেও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ বাংলা ছবির দুনিয়ার এই তিন তারকাই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।