Chandrayaan 3 Landing: চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কেমন দেখতে লাগছে সেই এলাকা, ছবি তুলে পাঠিয়েছে ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। এছাড়াও চন্দ্রযান ৩ এর মধ্যে থাকা পা - এর মতো অংশ (অনুমান স্ট্যান্ড জাতীয় কিছু) এবং তার ছায়াও দেখা গিয়েছে ইসরোর শেয়ার করা এই ছবিতে। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩।


 






 


এর আগে সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ আরও কিছু ছবি শেয়ার করেছিল ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার বিক্রমের Horizontal Velocity Camera দিয়ে। গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় এইসব ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে। আর তার ফলে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের এইসব ছবি এসেছে ইসরোর হাতে। এইসব ছবিতে অবশ্য চন্দ্রপৃষ্ঠে ছোট ছোট গহ্বর লক্ষ্য করা গিয়েছিল। মোট চারটি ছবি শেয়ার করেছিল ইসরো। সেখানে চন্দ্রপৃষ্ঠের খুব একটা মসৃণ অংশ দেখা যায়নি।






অন্যদিকে ল্যান্ডার বিক্রমের পর রোভার প্রজ্ঞানও চাঁদের মাটিতে সফলভাবেই অবতরণ করেছে। ল্যান্ডার বিক্রমের মধ্যেই ছিল এই রোভার প্রজ্ঞান। এক্ষেত্রে উল্লেখ্য, ল্যান্ডার একদম ঘড়ি ধরে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলেও রোভার প্রজ্ঞানের ক্ষেত্রে তা হয়নি। কথা ছিল ল্যান্ডারের সফল সফট ল্যান্ডিংয়ের ঘণ্টা দুয়েকের মধ্যে চাঁদের বুকে আত্মপ্রকাশ করবে রোভার। তবে ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রাখতে কিছুটা বেশি সময় লাগিয়েছে রোভার প্রজ্ঞান। কিন্তু খুশির খবর এটাই যে ল্যান্ডারের মতোই রোভারের ক্ষেত্রেও সফল অবতরণ হয়েছে। 


 






আরও পড়ুন- চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ