কলকাতা: প্রজাতন্ত্র দিবসের দিনে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'মুক্তি'। ২৬ জানুয়ারি দিনটা বিশেষভাবে কাটালেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। নতুন বন্ধুদের থেকে পেলেন বিশেষ উপহারও!


এই গল্প স্বাধীনতা সংগ্রামের। এই গল্প, জেদ, লড়াই, স্বাধীনতা আর চরিত্রের ভাঙাগড়ার। এই গল্প ফুটবলের। ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে নতুন ছবি 'মুক্তি'। আলিপুর সেন্ট্রাল জেল থেকে শুরু করে ফুটবলের ময়দান, ইংরেজদের গড় থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে মুক্তি (Mukti)। এই ছবিতে চান্দ্রেয়ী চরিত্রের নাম গুলসানারা বেগম। কেমন ছিল মুক্তিতে কাজ করার অভিজ্ঞতা? চান্দ্রেয়ী বলছেন, 'এই ছবিটা বিভিন্ন মানুষের জীবনের গল্প বলবে। নিজের নিজের মত, ধারনা নিয়ে চলতে চলতে যেন এক রাস্তায় মিলে যায় সমস্ত মানুষের জীবন। সবাই মুক্তি চায় নিজের মতো করে। গুলসানারা গান গায়। তাঁর ওপর হওয়া সমস্ত অত্যাচারের প্রতিবাদ করে একদিন সে, ঘুরে দাঁড়ায়। কিভাবে গুলসানার জীবনে মুক্তি আসবে বা আদৌ আসবে কী না তার উত্তর মিলবে 'মুক্তি'-তে।'


আরও পড়ুন: ভেন্টিলেশন সাপোর্ট মুক্ত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঙ্গীতশিল্পী


'মুক্তি'-র পাশাপাশি আসছে চান্দ্রেয়ী অভিনীত অপর ছবি 'রীষ'। রহস্য আর ভয়ের আবহে মোড়া এই ছবিতে একজন নানের ভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী। অভিনেত্রী বলছেন, 'এই প্রথম একজন নানের চরিত্রে অভিনয় করলাম আমি। এই অভিজ্ঞতাটা বেশ অন্যরকম। লুক সেটের পর নিজেকে বেশ অচেনা লাগছিল। আমার করা সমস্ত চরিত্রের মধ্যে এই ছবিটা বেশ অন্যরকম।'


প্রজাতন্ত্র দিবসের দিন চান্দ্রেয়ী পৌঁছে গিয়েছিলেন ছোটদের সঙ্গে সময় কাটাতে। একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাঁর টিমের তরফ থেকে। সেখানে একরাশ কচিকাঁচার সঙ্গে সময় কাটান চান্দ্রেয়ী। ছোটরা অভিনেত্রীর জন্য আয়োজন করেছিল উপহারও। শিশু হাতে রঙের ছোঁয়ায় ফুটে উঠেছিল জাতীয় পতাকা থেকে শুরু করে অনেকরকম ছবি। খুদেদের কাছে এই উপহার পেয়ে উচ্ছ্বল চান্দ্রেয়ীও। ছোট্ট বন্ধুদের জন্য চান্দ্রেয়ীও নিয়ে এসেছিলেন উপহার, খাবার। সবকিছু তুলে দেওয়া হয় তাদের হাতে। অভিনেত্রী বলছেন, 'স্বাধীনতা কেবল কাম্য নয়, স্বাধীনতা অনুপ্রেরণাও। এই দিনটা প্রত্যেকটা ভারতবাসীর মত আমার কাছেও খুব বিশেষ। ছোটরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার জন্য। হাতে এঁকে উপহারও তুলে দেয়। ওদের সঙ্গে সময় কাটানো, ওদের গল্প শোনা সবসময়েই নতুন করে অনুপ্রেরণা দেয়।'