নয়াদিল্লি: আগের মাসেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। তাক লাগিয়ে দিয়েছিলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)। ঘাম চুপচুপে শরীর, পেশিবহুল চেহারায় মাঠে দৌড়তে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে আর কার্তিকের এই চেহারা দেখে হতবাক ছিলেন অনুরাগীরা। 'চন্দু চ্যাম্পিয়ন' (Chandu Champion) ছবিতে কার্তিকের চেহারা নিয়ে তার পর থেকেই দর্শক অনুরাগীদের মধ্যে চর্চা তুঙ্গে। আগামী ১৪ জুন মুক্তি পাবে এই 'চন্দু চ্যাম্পিয়ন'। তার আগে এ কোন ছবি পোস্ট করলেন কার্তিক ? সমাজমাধ্যমে নিজের চেহারার বদলের একটি ছবি দিয়ে ফের একবার অনুরাগীদের মন জয় করে নিলেন অভিনেতা। কী রয়েছে সেই ছবিতে ?
গতকাল শুক্রবার নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অভিনেতা কার্তিক আরিয়ান যেখানে দেখা যায় বাঁদিকে কার্তিকের একটি মেদবহুল ছবি, আর ডানদিকে চন্দু চ্যাম্পিয়ন ছবির জন্য কার্তিকের এখনকার চেহারা। একদিকে দেখা যায় কার্তিকের পেট বেরিয়ে এসেছে সামনের দিকে, শরীরে প্রচুর বাড়তি মেদ আর অন্যদিকে একেবারে পেশিবহুল চেহারায় কার্তিক। এ যেন ভোলবদল একেবারে।
ছবির ক্যাপশনে কার্তিক লেখেন, '৩৯ শতাংশ বডি ফ্যাট থেকে ৭ শতাংশ বডি ফ্যাট। একজন ইনসমনিয়াক থেকে একজন ফিটনেস উৎসাহী হয়ে ওঠার জার্নিটা খুবই অদ্ভুত। এই দেড় বছরের জার্নি মনে রাখার মত। জীবন্ত কিংবদন্তি মি. মুরলীকান্ত পেটকারের জীবন আমাকে শুধু শক্তিশালী করে তুলেছে এমন নয়, তারপরেও এই বিশ্বাস জন্মেছে যে তুমি যদি এটা স্বপ্ন দেখতে পারো, তাহলে তুমি তা অর্জনও করতে পারো। কিছুই অসম্ভব নয়।' এরই সঙ্গে সঙ্গে কার্তিক মজার ছলেই উল্লেখ করেন যে, তাঁর মা আগে বারবার বলতেন যেন কার্তিক জিমে যান, কিন্তু এবার তাঁর মাকে পুরো উলটো কথা বলতে হয় যে কার্তিক যেন এবার জিম থেকে বাড়ি ফেরেন।
এই পোস্ট সমাজমাধ্যমে দিতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাঁকে এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানান, কেউ আবার লেখেন, 'এত অ্যাবস, গুণে শেষ করতে পারছি না'। এর আগে যখন ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানেও কার্তিকের চেহারা দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। এবার সেই মুগ্ধতার রেশ আরও বাড়ল কার্তিক আরিয়ানের কঠোর পরিশ্রমের ফল সচক্ষে দেখে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Padatik Song: সৃজিতের 'পদাতিক'-এ জুটি বাঁধলেন সোনু-অরিজিৎ, প্রথম গানে কী চমক চঞ্চলের ?