কলকাতা: মে মাসে বহু অপেক্ষার পর মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবির (Padatik) টিজার। আর সেই টিজারে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury) দেখে এক কথায় হতবাক হয়েছিলেন আপামর বাঙালি। মৃণাল সেনের (Mrinal Sen) চরিত্রে চঞ্চলের প্রথম লুক যখন প্রকাশ্যে আসে, তা সাড়া ফেলে দিয়েছিল বাংলা জুড়ে। এ যেন অবিকল মৃণাল। আর টিজারেও দেখা গিয়েছিল সেই একই চলন, কথা বলার ভঙ্গিমা। এবার মুক্তি পেল এই ছবির প্রথম গান 'তু জিন্দা হ্যায়' (Tu Zinda Hai)। আজ শনিবার ৮ জুন সকালে কলকাতার নবীনা সিনেমা হলে মুক্তি পেল এই গান। সলিল চৌধুরীর সুরে এই গানেই প্রথম গলা মেলালেন সোনু নিগম এবং অরিজিৎ সিং।


কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি 'পদাতিক'। ছবিটির প্রযোজক ফিরদাসুল হাসান। আজ এই ছবির প্রথম গানের মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত, প্রযোজক ফিরদাসুল হাসান, মনামী ঘোষ, দেবজ্যোতি মিশ্র, ধৃতিমান চট্টোপাধ্যায়। কিংবদন্তি গীতিকার শৈলেন্দ্রর কথায় সলিল চৌধুরীর সুরে 'তু জিন্দা হ্যায়' আসলে একটি গণসঙ্গীত যা প্রথমে সৃষ্টি হয়েছিল আইপিটিএর জন্য। সেই গান আবারও সাদা কালো পর্দায় ফিরিয়ে আনলেন সৃজিত। আর এই গানেই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন সোনু নিগম এবং অরিজিৎ সিং।



ছবির মিউজিক লঞ্চ ইভেন্টে এসে পরিচালক সৃজিত বলেন, 'সলিল চৌধুরীর সঙ্গে মৃণাল সেনের খুবই নিবিড় সম্পর্ক ছিল। রাজনীতি, শিল্প, সংস্কৃতি নিয়ে দুজনে প্রায়ই চর্চা করতেন, রাজনৈতিক মতাদর্শও ছিল দুজনের একই। আর তাই আমার কাছে এই ছবিতে তাদের গান তুলে আনতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং আর তাই বাংলার সিনেপ্রেমী দর্শকদের কাছে এই ছবি একটা স্মরণীয় হয়ে থেকে যাবে'।


প্রযোজক ফিরদাসুল হাসান জানান, 'মৃণাল সেনের শ্রদ্ধায় 'তু জিন্দা হ্যায়' গানটি প্রকাশ্যে আনতে পেরে আমরা যারপরনাই গর্বিত। শৈলেন্দ্রর কথায় এবং সলিল চৌধুরীর সুরে এই গান এক অবিস্মরণীয় অমর সৃষ্টি। আর এই মিউজিক লঞ্চ ইভেন্টের মধ্য দিয়ে 'পদাতিক' ছবি যে কিংবদন্তি পরিচালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে সেই বার্তা পৌঁছে যাবে দর্শকদের কাছেও।'


ছবিটি প্রযোজনা করছে ফ্রেন্ডস কমিউনিকেশন যারা এর আগে প্রযোজনা করেছে সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে নির্মিত 'অপরাজিত' এবং মহাশ্বেতা দেবীর জীবন নির্ভর ছবি 'মহানন্দা'। সংস্থার পক্ষ থেকে প্রযোজক হাসান আরও বলেন, 'আমরা সবসময় টাকার জন্য ছবি বানাই না। আমাদের আবেগও কাজ করে কোথাও কোথাও। আমরা মূলত এমন ধরনের ছবি বানাতে পছন্দ করি যার একটা আর্কাইভাল ভ্যালু আছে। আমার কাছে চলচ্চিত্র শুধু বিনোদন নয়, শিল্প সংস্কৃতিও।'  


আরও পড়ুন: Kangana Ranaut Slapped:'বোনকে পুরোপুরি সমর্থন করি', ভিডিও বার্তা কঙ্গনাকে চড় কাণ্ডে অভিযুক্তের 'দাদার'