নয়াদিল্লি: লোকসভা নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর এক সপ্তাহও কাটেনি। এখনও প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেননি নরেন্দ্র মোদি, তার আগেই বড় লাভবান হলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে 'কিং মেকারে'র হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি, গত পাঁচ দিনে তাঁর ৫৩৫ কোটি টাকা ঘরে ঢুকল তাঁর। চন্দ্রবাবু নায়ডুর প্রতিষ্ঠা করে একটি সংস্থা, বর্তমানে যার প্রোমোটার তাঁর স্ত্রী নারা ভুবনেশ্বরী, গত পাঁচ দিনে সেই সংস্থার ৫৩৫ কোটি টাকা মুনাফা হয়েছে। (Heritage Foods Share)


গত ৪ জুন লোকসভা নির্বাচন এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে, যাতে ভাল ফল করেছে TDP. আর তার পরই চন্দ্রবাবুর প্রতিষ্ঠা করা Heritage Foods সংস্থার শেয়ারে ৫৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ফলঘোষণার একদিন আগে, ৩ জুন সংস্থার শেয়ারের দর যেখানে ৪২৪ টাকা ছিল, ৮ জুন তা বেড়ে ৬৬১.২৫ টাকা হয়েছে,। এর লাভের গুড় ঘরে তুলেছেন নায়ডুরা। (Chandrababu Naidu)


১৯৯২ সালে Heritage Foods-এর প্রতিষ্ঠা করেন চন্দ্রবাবু। দেশের অন্য়তম দ্রুত পাবলিক লিস্টেড সংস্থা সেটি। দুগ্ধজাত পণ্য এবং পুনর্নবীকরণ শক্তি, মূলত দু'টি শাখা রয়েছে ওই সংস্থার। অন্ধ্রপ্রদেশ, তেসঙ্গানা, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, দিল্লি সংলগ্ন অঞ্চল, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে Heritage Goods-এর দুগ্ধজাত পণ্যের ভাল বাজার রয়েছে। 


আরও পড়ুন: Prashanta Kishor: ভবিষ্যদ্বাণী মেলেনি, ভুলস্বীকার করলেন PK, কেন এমন ফল BJP-র? জানালেন কারণ


ওই সংস্থায় সবচেয়ে বেশি শেয়ার রয়েছে চন্দ্রবাবুর স্ত্রী ভুবনেশ্বরীর। বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংস্থায় ভুবনেশ্বরীর একার মোট শেয়ার রয়েছে ২ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৫২৫। গত পাঁচ দিনে ৫৩৫ কোটি টাকার সম্পত্তি বেড়েছে ভুবনেশ্বরীর।  Heritage Foods-এ তাঁদের ছেলে লোকেশ নারার শেয়ার রয়েছে ১ কোটি ৩৭ হাজার ৪৫৩টি।  NDA কেন্দ্রে সরকার গড়ার আগে লোকেশের সম্পত্তিও একধাক্কায় ২৩৭ কোটি ৮ লক্ষ টাকা বেড়ে গিয়েছে বলে খবর। 


বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪ জুন লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর NDA-র সরকার গড়ার পথে এগনোর সঙ্গে সঙ্গেই Heritage Foods-এর শেয়ার চড়তে শুরু করে, যাতে লাভবান হয়েছে নায়ডু পরিবার। লোকসভা নির্বাচনে যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছিল TDP, তার মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে তারা। TDP এবং নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের উপর ভর করেই তৃতীয় বার কেন্দ্রে ক্ষমতায় বসতে চলেছেন মোদি।