মুম্বই: প্রথমে পোস্টার, তারপর টিজার, এরপর একে একে ট্রেলার ও গান মুক্তি। স্পোর্টস ড্রামা ঘরানার আগামী ছবি '৮৩' ('83') নিয়ে অনুরাগীদের মধ্যে ক্রমশ পারদ চড়েই চলেছে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল যে ইতিহাস গড়েছিল সেই ঘটনাকেই বড়পর্দায় গল্পের আকারে নিয়ে আসছেন পরিচালক কবীর খান। কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের ভূমিকায় সেখানে দেখা যাবে রণবীর সিংহকে। গোটা দেশের দর্শক যখন ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষায়, তখন অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর এক ফিন্যান্স কোম্পানি ছবির প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল। ওই সংস্থা ছবির প্রযোজকদের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেছে।


'৮৩' ছবির প্রযোজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ (Cheating Complaint Filed Against '83' Producers)


এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 'ফিউচার রিসোর্স এফজেডই' সংস্থা মুম্বইয়ের অন্ধেরী মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে '৮৩' ছবির নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ওই ফিন্যান্স কোম্পানি চায় তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হোক যেমন, ধারা ৪০৬ (বিশ্বাস ভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)।


আরও পড়ুন: Filmfare OTT awards 2021: 'ফিল্মফেয়ার ওটিটি'-তে বাজিমাত 'স্ক্যাম ১৯৯২'-এর, পুরস্কারের সংখ্যায় দ্বিতীয় 'দ্য ফ্যামিলি ম্যান ২'


ভিব্রি মিডিয়া ও তার ডিরেক্টরদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্র। অভিযোগ ফাইল করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত আগামী ছবি '৮৩' তৈরি করেছেন এবং প্রজেক্টের অধিকার অর্থাৎ 'রাইট' নিয়ে কোম্পানির সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করেছে।


কবে মুক্তি পাচ্ছে '৮৩' ('83' Release Date)


বহু প্রতীক্ষিত এই ছবিটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা, বড় পর্দায়। এর আগে করোনা অতিমারীর কারণে দু'বার ছবির মুক্তি পিছিয়ে যায়। ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে (Ranveer Singh)। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।