মুম্বই: যো জিতা ওহি সিকান্দরে দেবিকার ভূমিকায় আমির খানের হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন তিনি। কামসূত্রের বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি উপড়ে ফেলেছিল সব ছুঁৎমার্গ। সেই পূজা বেদী এখন ৪৭। কিন্তু এখনও একইরকম আকর্ষণীয়।




পূজা এখন খবরে থাকেন তাঁর টিনএজ কন্যা আলিয়া ফার্নিচারওয়ালার জন্য। সে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ভঙ্গিমার ছবি পোস্ট করে থাকে।






কিন্তু এবার পূজা নিজের এমন ছবি পোস্ট করেছেন যা দেখে তাঁর এক সময়ের ফ্যানদের মধ্যে আবার শিহরণ জাগবে।





এক স্পা সেন্টারে মাসাজরত নিজের টপলেস ছবি পোস্ট করেছেন তিনি।