দাউদের বোন হাসিনা পার্কারের চরিত্রেই অভিনয় করছেন শ্রদ্ধা। অভিনেত্রী সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে শ্রদ্ধাকে একটি কালো সালোয়ার কামিজে, কাজল পরে দেখা যাচ্ছে। ছবিতে তাঁর পাশে বসে রয়েছেন সিদ্ধান্ত কপূর। সিদ্ধান্ত ছবিতে দাউদের চরিত্রে অভিনয় করছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি আগামী ১১ এপ্রিল, ২০১৭-এ পর্দায় মুক্তি পাচ্ছে।