Chennai Rain: চেন্নাইতে বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে রাস্তাঘাটে জল জমে গিয়েছে এবং প্লাবিত (Chennai Rain) হয়েছে বহু এলাকা। এমনকী দক্ষিণী মহাতারকা রজনীকান্তের (Rajinikanth) বাংলোও এই বানভাসি থেকে রক্ষা পায়নি। সূত্র অনুসারে রজনীকান্তের বিলাসবহুল বাংলোতেও জল ঢুকেছে।


জল ঢুকেছে রজনীকান্তের বাংলোয়


সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন। বাড়ির সুরক্ষার জন্য যারপরনাই চেষ্টা করছেন রজনীকান্ত। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি যে জল নেমে গিয়েছে বা তাঁর বাড়ি বন্যার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত ইত্যাদি তথ্য।


চেন্নাইয়ের একটি অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে রয়েছে রজনীকান্তের বাড়ি, বলা ভাল এই বিলাসবহুল বাংলো। এই শহরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হল তাঁর এই বাড়ি। এই এলাকাটি অত্যন্ত উচ্চ মানের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অন্য আরও বিখ্যাত তারকা ও শিল্পপতিরাও এখানে থাকে। শুধু রজনীকান্তই নন, এই বন্যার কারণে সমস্যায় পড়েছে সকল এলাকাবাসী।


রাস্তায় জল জমে গিয়েছে চেন্নাইতে


চেন্নাইতে প্রবল বর্ষণের কারণে প্রচুর গাছ উপড়ে গিয়েছে আর সেই কারণে রাস্তা বন্ধ হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বহু বিমানও বাতিল করা হয়েছে। রেললাইনও বন্যা কবলিত, আর তাই বহু ট্রেনও বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে।


এই ছবিতে অভিনয়ে দেখা যাবে রজনীকান্তকে


রজনীকান্তের সাম্প্রতিক অভিনয়ের কথা বলতে হলে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত 'ভেট্টিয়ান'-এর কথা বলতে হয়। ১০ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবি। এরপরে 'কুলি' নামের একটি ছবিতেও তাঁকে দেখা যাবে। এই ছবির শ্যুটিং চলছে। এই বছরে এর মধ্যেই লাল সেলাম, জেলার, দরবার, পেট্টা ২.০, কালা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত।


রজনীকান্তের শারীরিক অবস্থা


কিছুদিন আগেই শ্যুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনীকান্ত। জানা গিয়েছিল তাঁর হৃদপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালী ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৩০ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালের তরফে গত ১ অক্টোবর অর্থাৎ হাসপাতালে অভিনেতার ভর্তির পরদিন বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'শ্রী রজনীকান্তকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) একটি ফোলাভাব ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি দ্বারা চিকিত্সা করা হয়েছে।


আরও পড়ুন: Smriti Irani: ১৫ বছর পরে ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি ? এই জনপ্রিয় শো-তে থাকবে নজর !