কলকাতা: দৌড়ঝাঁপ বা শরীর সর্বস্ব কসরত নয়। এ খেলা মগজাস্ত্রের লড়াই। যাঁর একাগ্রতা যত বেশি, তাঁর সাফল্যের সম্ভাবনাও তত উজ্জ্বল। ধৈর্যচ্যুতি মানেই পতন অনিবার্য।
চৌষট্টি খোপের সেই লড়াইকে বড় পর্দায় তুলে ধরতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি, 'দাবাড়ু'। যে ছবিতে ফুটিয়ে তোলা হবে বাংলার দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী। শুক্রবার বাইপাসের ধারে এক হোটেলে ছবির প্রি টিজ়ার পোস্টার উন্মোচিত হল।
তবে মুহূর্তটি স্মরণীয় হয়ে রইল অন্য কারণে। অনুষ্ঠানে হাজির ছিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। সঙ্গে তাঁর ছাত্র আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। যাঁকে বিস্ময়-দাবাড়ু বলছেন সকলে। সম্প্রতি আজ়েরবাইজ়ানের বাকুতে যিনি বিশ্বকাপ দাবার ফাইনালে উঠেছিলেন। ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে পরাজয় স্বীকার করেন।
ভিশি ও প্রাগ - দুজনই এখন কলকাতায়। জাতীয় গ্রন্থাগারে চলছে টাটা স্টিল দাবা। সেই উপলক্ষ্যে তিলোত্তমায় হাজির দুই প্রজন্মের দুই সেরা দাবাড়ু। আর এই সুযোগ হাতছাড়া করতে চাননি শিবপ্রসাদ-নন্দিতা। 'দাবাড়ু'র প্রি টিজ়ার পোস্টার প্রকাশ অনুষ্ঠানে হাজির করেছিলেন আনন্দ ও প্রজ্ঞাননন্দকে। সঙ্গে সূর্য। যাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে 'দাবাড়ু'। মঞ্চ আলো করে রইলেন ডি গুকেশ, বিদিত গুজরাঠি, অর্জুন এরিগাইসি, পি হরিকৃষ্ণ। এক কথায় যেন চাঁদের হাট।
ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যদের।
বিখ্যাত দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে তুলে ধরা হবে ছবিতে। এই ছবি সম্পর্কে সূর্যশেখর নিজে বলেছিলেন, 'আমার ভাল লাগছে, কেবল দাবা নয়, আমার লড়াইয়ের সঙ্গে আমার পরিবারের জড়িয়ে পড়া, তাঁরা কীভাবে যুক্ত থেকেছেন, সঙ্গ দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে ছবিতে। আর আশা করি, ছবির শেষে গোটা টিমটাই আমার থেকে দাবা খেলা শিখে যাবে।'
সূর্যশেখরের ছোটবেলা ও যুবক সূর্যর চরিত্রে কারা অভিনয় করছেন, তাও জানানো হল শুক্রবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন