Sambhaji Maharaj: ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে আপত্তিকর তথ্য ছড়ানোর দায়ে উইকিপিডিয়াকে কিছুদিন আগেই মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, এবার উইকিপিডিয়ার ৪ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র সাইবার সেলের (Maharashtra Cyber Cell) পুলিশ। আগের নোটিশে বলা হয়েছিল ওয়েবসাইট থেকে সেই আপত্তিকর কনটেন্ট (Objectionable Content) সরিয়ে ফেলতে হবে এবং এখনও পর্যন্ত তা না করায় শুক্রবারে মহারাষ্ট্র সাইবার সেলের পুলিশ এই সংস্থার ৪ সম্পাদকের (Sambhaji Maharaj) বিরুদ্ধে মামলা রুজু করেছে।


এর আগে উইকিপিডিয়ার মূল সংস্থা স্বেচ্ছ্বাসেবী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে একটি নোটিশ পাঠিয়ে মহারাষ্ট্র পুলিশ সম্ভাজি মহারাজ (Sambhaji Maharaj) সম্পর্কে বিতর্কিত কনটেন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নোটিশে বলা হয়েছিল যে তথ্য সম্ভাজি মহারাজ সম্পর্কে দেওয়া হয়েছে অনলাইন উইকিপিডিয়াতে তা ভ্রান্ত এবং এই তথ্যের কারণে দেশে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক বিদ্বেষ (Objectionable Content) দেখা দিতে পারে। কারণ ভারতের ইতিহাসে মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনেক বড়।


আধিকারিকদের মতে, সম্ভাজি মহারাজকে নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তাতে বিশ্বাসযোগ্য রেফারেন্সের অভাব রয়েছে এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করতে পারে, সমাজে সাম্প্রদায়িক বিদ্বেষ জাগিয়ে তুলতে পারে। এমনকী এই ধরনের ভুল তথ্যের কারণে দেশে ল-অ্যান্ড-অর্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই উইকিমিডিয়ার সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপর হয়েছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। এর আগে নোটিশের মাধ্যমে উইকিমিডিয়াকে সেই কনটেন্ট সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তাদের তরফে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, এমনকী জানা গিয়েছে উইকিমিডিয়াকে ১৫টি ইমেল পাঠিয়েছিল মহারাষ্ট্র সাইবার পুলিশ। এর ফলেই দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ও ৭৯ নং ধারার অধীনে সাইবার পুলিশ মামলা দায়ের করেছে উইকিপিডিয়ার ৪ সম্পাদকের বিরুদ্ধে।


বিরোধিতা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এই ধরনের ঐতিহাসিক তথ্যের বিকৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আর তাই তিনি মহারাষ্ট্র সাইবার সেলের ইনস্পেক্টর জেনারেলকে নির্দেশ দেন উইকিমিডিয়ার সঙ্গে কথা বলে সেই আপত্তিকর কনটেন্ট যেন সরিয়ে নেওয়া হয়।


আরও পড়ুন: Ideas Of India Summit 2025: বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় মুখ খুললেন ভূমি