মুম্বই: এতদিন অনেক ছবিতেই অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। অভিনয় করেছেন কোনও না কোনও নায়কের বিপরীতে। কিন্তু প্রথমবার একার কাঁধে দায়িত্ব পড়েছে তাঁর। এই প্রথমবার কোনও ছবিতে মুখ্য চরিত্রে শুধুমাত্র দেখা যেতে চলেছে অভিনেত্রী নুসরত ভারুচাকে। আর আগামী ছবিতেই দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন 'পেয়ার কা পঞ্চনামা' অভিনেত্রী।


খুব শীঘ্রই মুক্ত পেতে চলেছে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার আগামী ছবি 'ছোড়ি' (Chhorii)। এই ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আগামী ২৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ছোড়ি'। তার আগে মুক্তি পেল এই ছবির ট্রেলার (Chhorii Trailer)। আর যা দেখে ইতিমধ্যেই হাড় হিম হয়ে গিয়েছে দর্শকদের। 


আরও পড়ুন - Badhaai Do New Release Date: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে রাজকুমার-ভূমির 'বধাই দো'?


হরর মুভি 'ছোড়ি'তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত ভারুচা। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, কোনও একটি গ্রামের পরিবেশে রয়েছেন অন্তঃসত্ত্বা নুসরত ভারুচা। আর তার চারপাশে ঘটে চলেছে অস্বাভাবিক বহু ঘটনা। যার কোনওটার ব্যাখ্যা আছে। আবার কোনওটার ব্যাখ্যা নেই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ছোড়ি' ছবির ট্রেলার পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'তুমি দৌড়তে পারবে না। তুমি লুকোতে পারবে না। সে তোমায় ঠিক ধরে ফেলবে। ট্রেলার মুক্তি পেয়েছে ছোড়ি-র আগামী ২৬ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি'।



২০১৭ সালে মুক্তি পাওয়া মরাঠী ছবি 'লাপাছাপি'র রিমেক পরিচালক বিশাল ফুরিয়ার 'ছোড়ি'। নুসরত ভারুচা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিতা বশিষ্ট, সৌরভ গয়াল, রাজেশ জৈশের মতো বিশিষ্ঠ অভিনেতারা। 


'পেয়ার কা পঞ্চনামা', 'সোনু কি টিটু কি সুইটি' ছবি দিয়ে দর্শকদের প্রশংসা অর্জন করে নেওয়ার পর এবার একেবারে অন্য ধারার ছবিতে অভিনয় করতে চলেছেন নুসরত ভারুচা। এর আগে তাঁকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। প্রসঙ্গত, 'ছোড়ি' ছাড়াও নুসরচ ভারুচার হাতে রয়েছে একাধিক ছবির কাজ। খুব শীঘ্রই তাঁকে 'রামসেতু', 'জনহিত মে জারি'-র মতো একাধিক ছবিতে দেখা যেতে চলেছে।