এরইমধ্যে জাহ্নবির একটি ভিডিও সামনে এল। ভিডিওতে তাঁকে গাড়িতে চড়তে দেখা যাচ্ছে। ক্যামেরাম্যান তাঁর ছবি তুলছিলেন। এরই মধ্যে একটি বাচ্চা ছেলে এসে প্রথমে জানতে চায়, 'ইনি কি শ্রীবেদীর মেয়ে'।
কেউ জবাব না দিলে শিশুটি ফের প্রশ্ন করে, 'ইনি কার মেয়ে?'
এবার জবাবে তাকে কেউ বলে, 'শ্রীদেবীর'।
ভিডিওটি খুবই আকর্ষণীয়। শিশুটির ওই প্রশ্ন শুনেই সম্ভবত জাহ্নবির ঠোঁটে হাসি খেলে যায়। হাসতে হাসতেই গাড়িতে উঠে চলে যান তিনি।
আগামী ২০ জুলাই ধড়ক মুক্তি পাবে।