নয়াদিল্লি: যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে সংশোধনীর উদ্যোগ কেন্দ্রের। এই মর্মে সুপ্রিম কোর্টে একটি চিঠিও জমা দিয়েছে। চিঠিতে কেন্দ্র ০ থেকে ১২ বছরের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ সাজার প্রস্তাব দিয়েছে।
একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে এই প্রস্তাব জমা দিয়েছে কেন্দ্র।
এর আগে নারী ও শিশু উন্নয়ণমন্ত্রী মানেকা গাঁধী তাঁর মন্ত্রককে ১২ বছরের কম বয়সের শিশুকে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে পকসো আইনে সংশোধনের কাজ শুরু করতে বলেছেন।
পকসো আইনে মৃত্যুদণ্ডের সংস্থান নেই। এক্ষেত্রে সর্বাধিক সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মানেকা ওই প্রস্তাব দিয়েছিলেন।