কলকাতা: মা-মেয়ের মধ্যে বন্ধুত্বের গল্প এর আগেও শুনেছে রুপোলি পর্দা থেকে শুরু করে বাস্তব জগত। তবে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে বন্ধুত্ব? সেই সম্পর্ক যেন অলিখিতভাবে সবসময়েই অম্লমধুর হয়ে থাকে। কিন্তু যদি দুই অসমবয়সী মানুষ, দুই 'অসম্পূর্ণ' নারী যদি হয়ে ওঠে একে অপরের পরিপূরক? কেমন হয়ে সেই সম্পর্কের সমীকরণ? এই গল্পই মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পর্দায় ফুটিয়ে তুলবেন 'চিনি ২' (Chini 2) ছবিতে। 


আজ মুক্তি পেল এই ছবি ট্রেলার। মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সৌম্য মুখোপাধ্যায় (Soumyo Mukherjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে। 


আজ মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যাবে দুই নারীর সমীকরণ। তাঁদের জীবনে বিভিন্ন সমস্যা... আর তাঁরা হাতড়ে বেড়াচ্ছেন সমাধান। এই পরিস্থিতিতেই দেখা আর আলাপ দুজনের। সময়ের সঙ্গে সঙ্গে দুরত্ব কমে, একে অপরের সমস্যা বুঝে বন্ধু হয় দুই অসমবয়সী সত্তা। একজন প্রেমে পড়তে চায়, অপরজন খুঁজে পেতে চায় তার হারিয়ে যাওয়া সত্তাকে। ফিরে পেতে চায় স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতা। শুধুই কী সম্পর্ক? বিশ্বাস, বিশ্বাস ভাঙায় গড়ে ওঠে ছবির গল্প। 


আজ যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে যেমন রয়েছে বিভিন্ন বয়সের মেয়েদের বন্ধুত্বের গল্প, তেমন ছবির আমেজকে আরও মনোগ্রাহী করে তুলেছে সুব্রত বারিষওয়ালার কলমের নতুন গান। আধুনিকতা ও সাবেক ভাবনার মিশ্রণকে বড় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রেলারে।


এই ছবির ঝলক নিয়ে পরিচালক মৈনাক ভৌমিক বলছেন, 'এই ছবির ট্রেলার আঁচ দেয় চিনি আর মিষ্টির অসমবয়সী সম্পর্কের সমীকরণের। দুজনেই নিজের নিজের জীবনকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। আশা করি মানুষ এই সব নারীদের আবেগের যাত্রার সঙ্গে মিল পাবে।' এই ছবির সিনেমাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন মথুরা পালিত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক মজুমদার (Mainak Mazoomdar)।


 






আরও পড়ুন: Shah Rukh Khan: নেড়া মাথা, রোদচশমায়, অবিকল 'জওয়ান', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'শাহরুখ পুতুল'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial